শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বিরুদ্ধে ৪৪৫ কোটি টাকা দুর্নীতির তদন্তে দুদক

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। ছবি: সংগৃহীত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, এর ট্রাস্টি বোর্ড এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ৪৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়টি নিয়ম লঙ্ঘন করে নিজস্ব তহবিল থেকে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনে ৩৪৩ কোটি টাকা হস্তান্তর করেছে। এছাড়াও, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠার পর থেকে সরকারের ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।'

এই অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দুদক প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলে জানান আখতার হোসেন।

এদিকে, নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে দুদক।

তাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দুর্নীতি নজরদারিতে কোনো বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, 'এ ধরনের কোনো বিশেষ উদ্যোগ এখনো নেওয়া হয়নি। তবে নতুন অভিযোগ এলে সেগুলোরও তদন্ত করা হবে।'

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

14h ago