চেন্নাই থেকে

বাংলাদেশের বিপক্ষে খেলবেন উইলিয়ামসন 

Kane Williamson

আগের দিনই আভাস ছিল স্পষ্ট। চোট কাটিয়ে ফেরার পর বুধবার চেন্নাইতে ঘণ্টা খানেক নিবিড় ব্যাটিং অনুশীলন করেন কেইন উইলিয়ামসন। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক সংবাদ সম্মেলনে এসে নিশ্চিত করে দিলেন, একাদশে ফিরছেন তিনি। 

উইলিয়ামসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছর জানুয়ারিতে। মার্চে টেস্ট খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। বিশ্বকাপের আগে দুটি অফিসিয়াল অনুশীলন ম্যাচে অবশ্য ব্যাট করেছেন তিনি। 

গত আইপিএলের প্রথম ম্যাচেই চোটে পড়েন এই তারকা। ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুর চোট অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল তার বিশ্বকাপ। শেষ পর্যন্ত উইলিয়ামসনকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে কিউইরা। প্রথম দুই ম্যাচে না থাকলেও তৃতীয় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তার বিশ্বকাপ।

 বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন জানান, লম্বা সময় পর চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি,  'আমার পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম দেখে রোমাঞ্চিত ছিলাম। এখন এখানে বসে আছি। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ সব সময়ই চ্যালেঞ্জের। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'  

উইলিয়ামসনের মতই চোট সমস্যায় আছেন টিম সাউদি। এই পেসারও আছেন ফেরার লড়াইয়ে। উইলিয়ামসন ফিরলেও সাউদির জন্য অপেক্ষা আরও বাড়ছে,  'টিম ভালো উন্নতি করছে। তবে কাল খেলতে পারবে না।'

Comments