চেন্নাইতে বিশ্বকাপের ম্যাচেও ‘সিএসকে’

চেন্নাই এমএ চিদাম্বরম স্টেডিয়ামের প্রবেশ পথ জুড়েই মহেন্দ্র সিং ধোনির বিশাল প্রতিকৃতি জানান দেয় আবহ। আইপিএলের কারণে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হোম ভেন্যু এই মাঠ। বিশ্বকাপের মতো আসরেও তাই মিশে থাকল আইপিএলের আমেজ।
চেন্নাইয়ের দুই খেলোয়াড় আছেন নিউজিল্যান্ডের একাদশে। সেই দুজন মিচেল স্যান্টনার আর ডেভন কনওয়ে যখন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতে আসছিলেন, তখনই দর্শকরা ভাসছিলেন উচ্ছ্বাসে। 'সি-এস-কে', 'সি-এস-কে' ধ্বনিতে মুখরিত হচ্ছিল চারপাশ।
শুক্রবার চিদাম্বরম মাঠের গ্যালারিতে দুই দলেরই উল্লেখ্যযোগ্য সমর্থক আছেন। বাংলাদেশের যারা সমর্থক তারা একদম নিখাদ বাংলাদেশি। নিউজিল্যান্ড দল মূলত স্থানীয়দের সমর্থন পাচ্ছে চেন্নাই সুপার কিংবা সিএসকের কারণে। স্যান্টনার আর কনওয়ে যে আছেন কিউইদের দলে। অনেক কালো রঙের জার্সি দেখা গেছে গ্যালারিতে। কথা বলে জানা গেছে, স্থানীয় এই তরুণদের ব্ল্যাক ক্যাপসদের সমর্থন দেওয়ার একটাই কারণ— সিএসকে।
কনওয়ে, স্যান্টনার ছাড়াও নিউজিল্যান্ডের আরও একজন আছেন, যার সঙ্গে চেন্নাই সুপার কিংসের প্রায় আত্মার সম্পর্ক। সাবেক নিউজিল্যান্ড কাপ্তান স্টিফেন ফ্লেমিংয়ের কোচিংয়ে বহু সাফল্য পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজি।
চেন্নাইয়ের বাসিন্দা রবি তেজা যেমন বলছিলেন, 'আসলে আমরা নিউজিল্যান্ড সমর্থন করছি, কারণ এই দলে সিএসকের খেলোয়াড় আছে। এমনিতে বাংলাদেশের জন্যও শুভকামনা থাকবে।'
Comments