‘সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়’, তবে ভাবছে না ভারত

আগের দিন টানা ৪৫ মিনিট ব্যাটিং অনুশীলন করলেও সাকিব আল হাসানের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। সাকিব খেললে নিশ্চিতভাবেই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করে দলগুলো। ভারতের ব্যাটারদের বাঁহাতি স্পিনে দুর্বলতার পরিসংখ্যান জানান দেয় সাকিব তাদের বিপক্ষে হতে পারেন বিপদজনক। তবে ভারতের বোলিং কোচ পরজ মাম্রে সাকিবকে প্রশংসা করলেও তাকে নিয়ে ভাবনার কিছু দেখেন না।
বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচে খেললে বড় ভূমিকা রাখতে পারেন সাকিব। ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২২ ম্যাচে ২৯ উইকেট আছে সাকিবের। পাঁচ উইকেট আছে একবার।
ভারতের বর্তমান ব্যাটিং লাইনআপে নিচের দিকে থাকা রবীন্দ্র জাদেজা ও রিষ্ট স্পিনার কুলদীপ যাদব ছাড়া বাকি সবাই ডানহাতি। প্রথম ছয় ব্যাটার ডানহাতি থাকায় ম্যাচ-আপের জন্য বাঁহাতি স্পিনাররা তাদের বিপক্ষে পেতে পারেন সুবিধা।
মাম্রে অবশ্য এই সমীকরণ স্বীকার করলেন না, 'দেখুন আপনি ব্যাটার হিসেবে খেললে কারো না কারো বিপক্ষে খেলাই লাগবে। আপনি যদি ম্যাচ-আপের কথা ভাবেন তবে বলতে হয় কিছু খেলোয়াড় কিছু জিনিসের বিপক্ষে দুর্বল, কিছু জিনিসে ভালো। বোলাররা বিশেষ করে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের এরকম কোন আলোচনা হয় না।'
তবে বোলারের ধরণ বাদ দিলেও সাকিবের কার্যকারিতা নিয়ে কোন প্রশ্ন নেই ভারতীয় কোচের, 'আমরা জানি সে ভালো খেলোয়াড়, সে বাংলাদেশের পক্ষে ভালো খেলেছে। সে চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে কার্যকর। সে দলের জন্য ব্যাট করে। বল করলে পাওয়ার প্লেতে বল করে। সে মানসম্পন্ন বোলার। তাকে সেই কৃতিত্ব দিতে হবে।'
'কিন্তু আমাদের জন্য সত্যিই ম্যাটার করে না। আমরা নির্দিষ্ট দিনে প্রস্তুতি, প্রয়োগ ও পরিকল্পনার উপর জোর দেই। এছাড়া কিছু না।'
Comments