এবার কুমারাকে হারালো শ্রীলঙ্কা

চোটের কারণে বিশ্বকাপ থেকে আরও একজন খেলোয়াড়কে হারালো শ্রীলঙ্কা। বাম ঊরুতে চোট পেয়ে ছিটকে গেলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার দুষ্মন্ত চামিরা।
পুনেতে দলের সঙ্গে অনুশীলনের সময় বাঁ ঊরুতে চোট পান কুমারা। এ ধরণের পরিস্থিতি সামলে নিতে রিজার্ভ হিসেবে চামিরাকে আগেই ভারতে উড়িয়ে নিয়েছিল তারা। রোববার এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।
গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে আট উইকেটের জয়ে অসাধারণ বোলিং করেছিলেন কুমারা। ৩৫ রানের খরচায় জস বাটলার, বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোনের উইকেট পান তিনি। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। তাকে হারানো নিঃসন্দেহে আরও একটি ধাক্কা লঙ্কানদের জন্য।
চলতি বিশ্বকাপে এ নিয়ে তৃতীয় ক্রিকেটারকে হারালো শ্রীলঙ্কা। এর আগে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ছিটকে যাওয়ায় দলে সুযোগ পান পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে। এরপর মাথিশা পাথিরানার চোটে দলে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দলে টানে তারা।
পাঁচ ম্যাচে দুটি জয়ে পাওয়া টেবিলের পাঁচ নম্বরে থাকেও এখনও সেমি-ফাইনালের স্বপ্ন টিকে আছে শ্রীলঙ্কার। নিজেদের শেষ চারটি ম্যাচ জয়ের সঙ্গে অন্য দলগুলোর ফলাফল পক্ষে এলে সেমিতে খেলতেও পারে তারা। পুনেতে আগামী সোমবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে দলটি।
Comments