আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

দিল্লির বায়ু-দূষণে অনুশীলন থেকে দূরে বাংলাদেশ দল

শুক্রবার অনুশীলন না করলেও শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হওয়ার কথা সাকিবদের। আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আগে দুদিনের প্রস্তুতির সুযোগ পাবেন তারা।

দিল্লি থেকে

দিল্লির বায়ু-দূষণে অনুশীলন থেকে দূরে বাংলাদেশ দল

শুক্রবার অনুশীলন না করলেও শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হওয়ার কথা সাকিবদের। আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আগে দুদিনের প্রস্তুতির সুযোগ পাবেন তারা।
delhi pollution
দিল্লির বাতাসে ধোঁয়াশা। ছবি: একুশ তাপাদার

২০১৯ সালে ভারতের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেও দিল্লিতে এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ দল। সেবারও নভেম্বর মাসে দিল্লির বায়ু দূষণ তৈরি করেছিল অস্বস্তি। চার বছর পরও পরিস্থিতি বদলায়নি। বাতাসে বায়ুর গড় মান অনেক খারাপ অবস্থায় প্রাথমিক স্কুলও দুদিনের জন্য বন্ধ করা হয়েছে। এই অবস্থায় সূচি থাকার পরও শুক্রবার অনুশীলন থেকে দূরে ছিল বাংলাদেশ দল।

শুক্রবার সন্ধ্যায় দিল্লির এয়ার কোয়ালিটি এনডেক্স (একিউআই) ছিল ৮৯০। এই মাত্রা ২০০ থেকে ৩০০ থাকলেই বলা হয় অস্বাস্থ্যকর। ৮৯০ থাকার মানে হচ্ছে সেটা খুবই বিপজ্জনক পর্যায়ের।

শুক্রবার সন্ধ্যা থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন ছিল বাংলাদেশ দলের। কিন্তু সকালেই সেটা বাতিল করা হয়। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, আবহাওয়ার অবস্থা বুঝেই তারা নিয়েছিলেন এই সিদ্ধান্ত,  'নিশ্চিতভাবেই উদ্বেগজনক (আবহাওয়া)। কন্ডিশন কালকের থেকে আজকে বেশি খারাপ হওয়াতে আমরা সুযোগটি নেইনি আসলে (অনুশীলনের)। যেহেতু আরও দুটি দিন আছে ট্রেনিংয়ে। অনেকেরই কালকের ওয়েদারে বের হয়ে একটু কাঁশির সমস্যা হচ্ছে। এজন্য রিক্স ফ্যাক্টর তো থাকছেই। শরীর যেন আবার খারাপ না হয়ে যায়। জানি না এটা আসলে বেটার হবে কিনা। যদি হয় তো খুব ভালো। না হলে এডাপ্ট করতেই হবে। কালকে ট্রেনিং করতেই হবে আমাদের। যেহেতু ৬ তারিখ খেলা আমাদের। দুইটা দিন আমাদের থাকবে হাতে। চাই যে ছেলেরা পুরোপুরি ফিট থাকুক। পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।'

দিল্লির বাতাসে কুয়াশার মতো মিশে থাকে ধোঁয়ার কুণ্ডলী। অনেক মানুষকেই যা দেয় অস্বস্তি। প্রায় প্রতিবছরেই শীত আসার আগের এই সময়টায় ভুগতে হয় দিল্লির মানুষকে। অতি প্রয়োজনীয় প্রতিষ্ঠান ছাড়া বাকি সব কিছু একটা পর্যায়ে বন্ধও করে দেওয়া হয়। ৩ ও ৪ নভেম্বর যেমন শঙ্কা থাকায় বন্ধ রাখা হয়েছে প্রাথমিক স্কুল।

মূলত দিল্লির আশেপাশের কিছু রাজ্যে বছরের এই সময়ে ফসলের নাড়া পোড়ানো হয়। এই ধোঁয়াই জমা হতে থাকে দিল্লির আকাশে। যা বাতাসের গড় মানকে করে দেয় নাজুক।

শুক্রবার অনুশীলন না করলেও শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হওয়ার কথা সাকিবদের। আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আগে দুদিনের প্রস্তুতির সুযোগ পাবেন তারা।

এর আগে ২০১৯ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে একটি টী-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ দল। ঠিক চার বছর আগে সেই ম্যাচটি জিতেছিল তখনও মাঠের বাইরে নানান বিতর্কে চাপে থাকা লাল সবুজের প্রতিনিধিরা।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

12h ago