আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বাংলাদেশের শেষের প্রস্তুতি, আগ্রহের কেন্দ্রে বিজয়

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েন মাঠে বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল বিদায় রাগিণী। বিশ্বকাপ শেষই, এবার সমীকরণ মেলানোর পালা। শেষটায় যদি ভালো কিছু করা যায় খাতাটা একটু ভদ্রস্থ করা যাবে, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাও তেমন।

পুনে থেকে

বাংলাদেশের শেষের প্রস্তুতি, আগ্রহের কেন্দ্রে বিজয়

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েন মাঠে বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল বিদায় রাগিণী। বিশ্বকাপ শেষই, এবার সমীকরণ মেলানোর পালা। শেষটায় যদি ভালো কিছু করা যায় খাতাটা একটু ভদ্রস্থ করা যাবে, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাও তেমন।
Anamul Haque Bijoy
ছবি: একুশ তাপাদার/স্টার

বাংলাদেশ দলের আবহে বাজছে ঘরে ফেরার গান।  শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ওইদিন রাতে নাকি পরদিন দেশের বিমান ধরা হবে এই আলোচনা চলছে। এমন আলোচনা স্বাভাবিকও। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা বিশ্বকাপের সমীকরণের হিসেবে স্রেফ নিয়মরক্ষার। ফেরার চিন্তা তাই পেতেই পারে। লম্বা সময় দেশের বাইরে থাকায় এসব পর্যায়ে দেখা দেয় হোম সিকনেসও।

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েন মাঠে বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল বিদায় রাগিণী। বিশ্বকাপ শেষই, এবার সমীকরণ মেলানোর পালা। শেষটায় যদি ভালো কিছু করা যায় খাতাটা একটু ভদ্রস্থ করা যাবে, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাও তেমন।

বাংলাদেশের বিশ্বকাপ শেষের ম্যাচে একজনের হচ্ছে শুরু। শুরুতেই অবশ্য শেষ। অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোটে ছিটকে যাওয়ায় দেশ থেকে উড়ে এসেছেন ওপেনার এনামুল হক বিজয়। ২০১৫ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে নাম উঠল তার।

এদিন অনুশীলনে বেশ চনমনে ছিলেন বিজয়। নিজের ফিল্ডিং অনুশীলন শেষে পেস বোলারদের ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে নেন। এই কাজ সেরে ছুটে যান নিজের ব্যাটিং অনুশীলনে। বড় বড় ছক্কা মারতে পারদর্শী বিজয় পুনের পাটা উইকেটে তেমন বেশ কয়েকটি শটে গ্যালারিতে পাঠিয়েছেন বল। দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভালোমতোই পরিকল্পনায় আছেন তিনি।

অনুশীলন সবচেয়ে বেশি সিরিয়াস দেখা গেছে মুশফিকুর রহিমকে। বিশ্বকাপ এবার তার মনমতোন হয়নি। ৮ ম্যাচে করেছেন ১৮১ রান। ঘন্টাখানেকের প্রস্তুতিতে নিজেকে ঝালাই করেছেন মিডল অর্ডার এই ব্যাটার।

মুশফিকের পর ব্যাটিং প্রস্তুতি শুরু করা মাহমুদউল্লাহ ছিলেন কেবল বড় শটের মহড়ায়। তার অনুশীলনের সময় বল বয়দের বারবার 'ওয়াচ', 'ওয়াচ' করতে হয়েছে। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা পেসার মোস্তাফিজুর রহমান অনুশীলনে ফিরেছেন এদিন। দলের বাকি চার পেসারকেও দেখা গেছে পুরোদমে বল করতে।

কাঁধের চোট ম্যানেজ করে খেলা তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটার পর হয়ত লম্বা সময়ের বিশ্রামে যাবেন। ডানহাতি এই পেসারকে সহসা টেস্ট খেলতে দেখার সম্ভাবনা কম। বিশ্বকাপের পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে লম্বা সময় নিয়ে আলোচনা করতে দেখা গেছে তাকে।

বিশ্বকাপের পর ছুটিতে যাবেন কোচিং প্যানেলের সবাই। ক্রিকেটারদের তাই আলাদা আলাদা টাস্ক দিয়ে যাচ্ছেন তারা। এদিন অনুশীলনেও দেখা গেছে এমন কিছু খণ্ড চিত্র।

Comments

The Daily Star  | English

Tigers' top order dislodged in Powerplay

Bangladesh skipper Najmul Hossain Shanto won the toss and chose to field first in the second T20I of the three-match series against India in Delhi on Wednesday.

3h ago