আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

তালগোল পাকানো পরিকল্পনা, মাঠে ইতিবাচক অ্যাপ্রোচের ঘাটতি। সব মিলিয়ে বাংলাদেশকে মনে হয়েছে বিশ্বকাপে একদমই মলিন। ২০০৩ সালের পর তাই বিশ্বকাপে সবচেয়ে বাজে ফল করে ফিরলেন তারা।

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই স্বপ্ন পূরণ হওয়া দূরের কথা, বিশ বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল করে হতাশ হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

রোববার পুনে থেকে সকাল ৬টায় আইসিসির ভাড়া করা বিমানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় বাংলাদেশ দল। ঘণ্টা তিনেক পর দেশে নামেন তারা।

ক্রিকেটাররা সবাই দেশে ফিরলেও বিশ্বকাপ শেষে ছুটিতে গেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাদে বিদেশি কোচিং স্টাফের সবাই। ভারত থেকেই যার যার ঠিকানায় পাড়ি দিচ্ছেন তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি মাসের শেষদিকে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের আগে আবার কাজে যোগ দেওয়ার কথা প্রধান কোচসহ বাকিদের।

বিশ্বকাপে মোট ৯ ম্যাচ খেলে কেবল দুই জয় বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান সাকিব আল হাসানের দলের। ভারত নেদারল্যান্ডসকে হারালে এই অবস্থানই থাকবে, নিশ্চিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। এরপর হারে টানা ছয় ম্যাচ। ৮ম ম্যাচে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসে জয়। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে আবার পেতে হয় বড় হারের অভিজ্ঞতা

চোটের কারণে টুর্নামেন্টে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে জয়ে ব্যাটে বলে ভূমিকা রাখলেও বাকি আসরে সাকিবও ছিলেন বিবর্ণ। দলের বেশিরভাগ ব্যাটার ভুগেছেন রান খরায়, বোলিংও হয়নি আদর্শ।

তালগোল পাকানো পরিকল্পনা, মাঠে ইতিবাচক অ্যাপ্রোচের ঘাটতি। সব মিলিয়ে বাংলাদেশকে মনে হয়েছে বিশ্বকাপে একদমই মলিন। ২০০৩ সালের পর তাই বিশ্বকাপে সবচেয়ে বাজে ফল করে ফিরলেন তারা।

Comments

The Daily Star  | English

123 ‘pushed in’ from India

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

1h ago