আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিশ্বকাপের মাঝে ফ্যাশন শোতে মেতেছিল ভারত

সেমিফাইনালে নামার আগে সংবাদ সম্মেলনে সে কথা জানিয়ে পেছনের কারণটাও ব্যাখা করেছেন রোহিত।

বিশ্বকাপের মাঝে ফ্যাশন শোতে মেতেছিল ভারত

বিশ্বকাপের মাঝে ফ্যাশন শোতে মেতেছিল ভারত
ছবি: রয়টার্স

বিশ্বকাপের মতো মহাগুরুত্বপূর্ণ টুর্নামেন্ট পার করছে দল। সেই দলটার নাম যদি হয় ভারত, প্রত্যাশার ভারটা অন্য যে কারও চাইতেই বেশি থাকে। কারণ, বিশ্বকাপ জেতার চাপ সব সময়ই থাকে রোহিত শর্মাদের ওপর। তারপরও বিশ্বকাপের মাঝপথে তারা নিজেরা মেতে উঠেছিলেন 'গোপন' এক ফ্যাশন শোতে। সেমিফাইনালে নামার আগে সংবাদ সম্মেলনে সে কথা জানিয়ে পেছনের কারণটাও ব্যাখা করেছেন রোহিত।

এবারের বিশ্বকাপে লিগ পর্বের প্রত্যেক ম্যাচই আলাদা আলাদা ভেন্যুতে খেলতে হয়েছে ভারতকে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে তারা অবস্থান নিয়েছিল ধর্মশালায়। সেখানেই নিজেদের মধ্যে এক ফ্যাশন শোর আয়োজন করেছিলেন রোহিতরা। মঙ্গলবার ভারতের অধিনায়ক এই প্রসঙ্গে বলেছেন, 'ধর্মশালায় যখন ছিলাম, দুই দিনের বিরতি মিলেছিল। তখন আমরা একটা ফ্যাশন শো করেছিলাম। এটা ভালো যে কেউ সেটার ব্যাপারে জানতে পারেনি। এটা দারুণ ব্যাপার যে কিছু জিনিস দলের মধ্যেই থাকছে। এসব জিনিস আসলে সম্পর্ক মজবুত করতে কাজে দেয়।'

নিউজিল্যান্ডের বিপক্ষেই সেমিতে মুখোমুখি হবে ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

আধুনিক ক্রিকেটে সফল দলগুলো মাঠের বাইরের পরিবেশও ভালো রাখার চেষ্টার কথা জানায় সব সময়। রোহিতদের ওই ফ্যাশন শোও ছিল নিজেদের চাঙা রাখতে ও সম্পর্ক দৃঢ় করতে, 'ভালো ও আরামদায়ক পরিবেশ রাখতে চাচ্ছি আমরা। সেটা করতে যা যা করার দরকার, সেটা আমরা করে যাচ্ছি। চাপ থাকবেই। যখন আপনি মাঠে নেমে যাবেন, এটা অনেকটা ব্যক্তিগত ব্যাপার হয়ে যায়। তবে তার আগে মাঠের বাইরে আমরা চেষ্টা করি ভালো পরিবেশ সৃষ্টি করতে।'

হারলে দলের আশেপাশের পরিবেশ থাকবে একরকম আর জিতলে অন্যরকম, এমনটা চান না তারকা ওপেনার রোহিত, 'এটা আমাদের একটা সচেতন চেষ্টা যে ম্যাচের ফলের ওপর আমাদের দলের পরিবেশ নির্ভর করবে না। এটা একজন বা দুজন খেলোয়াড়ের কাজ নয়। এখানে সবাইকে প্রয়োজন হয়, সাপোর্ট স্টাফসহ।'

ধর্মশালায় যে গোপন ফ্যাশন শো হয়েছিল ভারত দলের, সেখান জিতেছিলেন কে? এমন প্রশ্নে রোহিতের জবাব, 'না, এটা বলতে পারব না। কিছু জিনিস আমাদের মধ্যেই থাকতে দিন।'

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

8h ago