আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ম্যাক্সওয়েলের সামনে কোথায় ভুল করেছিল আফগানিস্তান, জানালেন ফিঞ্চ

১২৮ বলে ২০১ রানের এমনই এক ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল, ইতিহাস সেরা খেতাবও দিয়ে দিচ্ছেন অনেক ক্রিকেটার যেটিকে।

ম্যাক্সওয়েলের সামনে কোথায় ভুল করেছিল আফগানিস্তান, জানালেন ফিঞ্চ

ম্যাক্সওয়েলের ইনিংস
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে পাখির ডানার মতো দুহাত ছড়িয়ে গ্লেন ম্যাক্সওয়েল করেছেন বিজয়ের উল্লাস। ছবি: রয়টার্স

১২৮ বলে ২০১ রানের এমনই এক ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল, ইতিহাস সেরা খেতাবও দিয়ে দিচ্ছেন অনেক ক্রিকেটার যেটিকে। সেই অতিমানবনীয় ইনিংস ইতিহাসের অংশই হয়ে গেছে। যে ইনিংসের রেশ সহজেই কাটার নয়। কোথায় ভুল করেছিল আফগানিস্তান, অন্য কী করতে পারত তারা- সেসব আলোচনাও হবে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও জানালেন ভিন্ন একটি পরিকল্পনার কথা।

চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ফিঞ্চ। ইএসপিএনক্রিকইনফোতে বিশ্লেষণ করতে গিয়ে ডানহাতি এই ওপেনার বলেন, 'আমার মনে হয় তারা যদি স্লো এবং বাইরে (ওয়াইড লাইনের পাশে) বোলিং করত, তাহলে তার জন্য বড় শট খেলা আরও অনেক কঠিন হতো। কিছু সময় সে বাউন্ডারি মারতে সক্ষম হতো সেটা ঠিক। আমরা তাকে রিভার্স সুইপও ব্যবহার করতে দেখেছি। মাঝেমধ্যে সেটা এড়ানো যায় না। সে যদি বাকি সব রান রিভার্সে পেয়ে যেত তাহলে আপনি বলতেন, সে বেশিই ভালো।'

অস্ট্রেলিয়ার হয়ে লম্বা সময় অধিনায়কত্ব করা ফিঞ্চ সে পরিকল্পনার পেছনের কারণ ব্যাখ্যা করেন, 'সে অফ সাইডের দিকে সরে আসতে পারতো না এবং এসে লেগ সাইডে মারতে পারতো না, কারণ তার সে ক্ষীপ্রতা ছিল না। সেখানে যদি আপনি বাইরে উপরে (ফুল লেংথে) করতেন, সে তবুও যথেষ্ট পাওয়ার পেতে পারত তুলে মারার জন্য। কিন্তু যদি আরেকটু পেছনে বোলিং করা হতো, তখন আপনাকে আরও বেশি জোরের উপর মারতে হতো। আর প্রাকৃতিকভাবেই আপনি যখন আপনার পা ব্যবহার করবেন না তার মতো এবং ম্যাক্সওয়েল বড় বটম হ্যান্ডের (নিচের হাতে অধিক নির্ভরতা) খেলোয়াড়, তখন সে চেষ্টা করবে লেগ সাইডে টেনে খেলতে। তো আমি মনে করি সেখানেই আফগানিস্তানের জন্য একটা সুযোগ ছিল যেটা তারা মিস করেছে।

সেঞ্চুরির পরপরই ম্যাক্সওয়েলকে পা নিয়ে ভোগান্তিতে দেখা যায়। এরপর ১৪৭ রানে যখন ছিলেন, তখন অবস্থা একেবারে বেগতিক হয়ে যায়। অ্যাডাম জ্যাম্পা চলেই এসেছিলেন ব্যাটিংয়ে নামতে। পরে ম্যাক্সওয়েল উঠে যাননি। অস্ট্রেলিয়া দলের ফিজিও তখন বলেছিলেন, উঠে গেলে আর নামা তার জন্য সম্ভব হতো না। এরপর বলতে গেলে পা ব্যবহারই করেননি, হাতের জাদু দেখিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৯১ রানে ৭ উইকেট পড়ে যাওয়া অজিরা তার অবিশ্বাস্য ইনিংসে ২৯২ রানের লক্ষ্য তাড়া করে জিতে যায়।

ব্যথায় কাতরানো ম্যাক্সওয়েলকে রুখতেও ব্যর্থ হল আফগান বোলাররা, আফগানিস্তানের আফসোসটা সে কারণেই বেড়ে যাবে। ম্যাক্সওয়েল যে ধরনের ইনিংস খেলেছেন- সেখানে আফগানিস্তান কী করতে পারতো, অন্য কী করা যেত, সেসব কথা আসলে খুব একটা গুরুত্ব পাবে না। ফিঞ্চও আফগানদের সুযোগ মিস দেখিয়ে বলছেন সে কথাই, 'যে ফর্মে ছিল সে সেদিন এবং যে রূপে ছিল আমি নিশ্চিত না আসলে তারা যা করেছে, এর বাইরে আর কী-ই বা করতে পারতো।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

6h ago