কামিন্সের মতে ভারতের মাঠে বেশি খেলা তাদের সাহায্য করেছে
আইপিএলে সবচেয়ে বেশি খেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আইপিএল ছাড়াও ভারতের মাঠে প্রায় নিয়মিত দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে হয় তাদের। ঘন ঘন ভারতে খেলার অভ্যাস কন্ডিশন সম্পর্কে তাদের করেছে পটু। প্যাট কামিন্স তাই বললেন বিশ্বকাপ জিততে এটা তাদের সাহায্য করেছে।
আহমেদাবাদে রোববার লাখো দর্শকদের সামনে স্বাগতিক দলকে স্তব্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ৬ষ্ঠবারের মতো জিতে নেয় বিশ্বকাপ।
এদিন টস জিতে আগে বোলিং নেওয়া থেকে শুরু করে উইকেট ও কন্ডিশনের সুবিধা সবচেয়ে ভালো কাজে লাগিয়েছে অজিরা। ভারতকে ২৪০ রানে আটকে তুলে নিয়েছে ৬ উইকেটের জয়। ফাইনাল মঞ্চে ক্লিনিক্যাল পারফরম্যান্সে স্বাভাবিকভাবে তাই কাপও উঠেছে তাদের হাতে।
কাপ জিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান অধিনায়ক জানান, নিজেদের দেশ থেকেও সাদা বলের ক্রিকেট সাম্প্রতিক অতীতে তারা ভারতেই বেশি খেলেছেন, এটা নিশ্চিতভাবেই তাই তাদের জন্য ছিল সহায়ক, 'হ্যাঁ, এটা সাহায্য করেছে। সাদা বলের ক্রিকেটে যদিও এত স্পিনিং উইকেট হয় না, বিশেষ করে আইপিএলে। কিন্তু নিশ্চিতভাবেই এটা (ভারতে খেলার অভিজ্ঞতা) সাহায্য করেছে। আমার মনে হয় আমি কয়েকবার বলেছি, আমাদের দলের বেশিরভার ক্রিকেটার সাদা বলের ক্রিকেট গত পাঁচ-দশ বছরে অস্ট্রেলিয়া থেকে ভারতেই বেশি খেলেছে। কোন সন্দেহ নেই এটা সাহায্য করেছে।'
Comments