আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

মার্শের ট্রফিতে পা রাখা দেখে ভালো লাগেনি শামির

যে ট্রফির জন্য এত সংগ্রাম, সেই ট্রফিটাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আরও অনেক কিছুই করেন অনেকে। ২০২৩ বিশ্বকাপ জয়ের পর ট্রফির সঙ্গে মিচেল মার্শের ভিন্নধর্মী এক ছবি এখন আলোচনার বিষয়বস্তু।

মার্শের ট্রফিতে পা রাখা দেখে ভালো লাগেনি শামির

ট্রফি জড়িয়ে ধরে বিশ্বকাপ জয় উদযাপনে মেতে উঠতে দেখা যায় খেলোয়াড়দের। যে ট্রফির জন্য এত সংগ্রাম, সেই ট্রফিটাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আরও অনেক কিছুই করেন অনেকে। ২০২৩ বিশ্বকাপ জয়ের পর ট্রফির সঙ্গে মিচেল মার্শের ভিন্নধর্মী এক ছবি এখন আলোচনার বিষয়বস্তু।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের পা বিশ্বকাপ ট্রফির ওপর রাখা। সেটা তিনি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। ওই ছবি নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। একপক্ষের চোখে এমনটা বিশ্বকাপ ট্রফির জন্য অপমানজনক। কেউ কেউ উদাহরণ দিচ্ছেন আর্জেন্টিনার লিওনেল মেসির স্বপ্নপূরণের পর ফিফা বিশ্বকাপ সঙ্গে করে ঘুমানোর ছবির। আরেকপক্ষ মার্শের ছবিটাকে দেখছেন ষষ্ঠবার আইসিসি বিশ্বকাপজয়ী অজিদের রাজত্বের নির্দেশক হিসেবে।

গত ১৯ নভেম্বর আহমেদাবাদের ফাইনালে আরাধ্য ট্রফিটি ভারত দলের হাতে আসেনি ৬ উইকেটের হারে। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েও হৃদয়ভঙ্গ হয়েছে দলটির পেসার মোহাম্মদ শামির। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্শের এই ঘটনা আরও অনেকের মতো মোটেও পছন্দ হয়নি শামির। ভারতীয় গণমাধ্যমকে গতকাল বৃহস্পতিবার তিনি বলেছেন, 'আমারও জিনিসটা দেখে কষ্ট লেগেছে। যে ট্রফির জন্য সব দেশ লড়াই করে, সবাই এটা অর্জন করতে চায়; যে ট্রফি আপনি হাতে তুলতে চান, মাথায় তুলে রাখতে চান, সেই ট্রফিতে পা রাখা দেখে আমারও ভালো লাগেনি। এমন করা উচিত হয়নি।'

বিশ্বকাপ না পাওয়ার বেদনা থাকলেও শামি অসাধারণ টুর্নামেন্টই পার করেছেন। বোলারদের জন্য যেহেতু কন্ডিশন বুঝে বোলিং করা মূল বিষয়, তাদেরকে ম্যাচের আগে পিচ নিয়ে আলাদা করে ভাবতে হয়। বিষয়টা নিয়ে শামি অবশ্য দিয়েছেন চমকপ্রদ উত্তর, 'আমি কখনো আগে পিচ দেখতে যাই না। কারণ আপনি পিচের আচরণ তখনই বুঝতে পারবেন, যখন সেখানে বোলিং করবেন। তো এই চাপ নেওয়ার কী দরকার!'

ডানহাতি পেসারের এমন কৌশল নিয়ে এখন প্রশ্ন তুলবেন না কেউ। প্রথম চার ম্যাচে বসে থাকার পরও বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি। একাদশের বাইরে থেকেও তার ভেঙে না পড়ার মূলে মানসিক শক্তি, 'আপনি যখন চার ম্যাচে বসে থাকবেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার দরকার। কখনো আপনি চাপে পড়েন কিন্তু যখন দেখেন যে দল পারফর্ম করছে এবং সঠিক পথেই এগিয়ে যাচ্ছে, এটা আপনাকে তৃপ্তি দেয়।'

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago