প্যারিস অলিম্পিক

৮০০ মিটার দৌড় মানেই কেনিয়ার সোনা, এবার জিতলেন ওয়ানিওনিয়াই

ছবি: এএফপি

অলিম্পিকে ছেলেদের ৮০০ মিটার দৌড়ে কেনিয়ার রাজত্ব চলছেই। আগের চারটি অলিম্পিকে এই ইভেন্টে দেশটি জিতেছিল স্বর্ণ পদক। এবার প্যারিস অলিম্পিকেও তাদের সেরা সাফল্য এনে দিয়েছেন ইমানুয়েল ওয়ানিওনিয়াই।

শনিবার স্তাদ দে ফ্রান্সে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ৮০০ মিটারের সোনা নিয়ে। শেষ পর্যন্ত সামান্য ব্যবধানে এগিয়ে থেকে ওয়ানিওনিয়াই ১ মিনিট ৪১.১৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। আর ১ মিনিট ৪১.২০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কানাডার মার্কো অ্যারপ। আলজেরিয়ার জামেল সেজাতি পেয়েছেন ব্রোঞ্জ। ১ মিনিট ৪১.৫০ সেকেন্ড সময় লেগেছে তার।

মাত্র ২০ বছর বয়সেই অলিম্পিকের মঞ্চে সোনা জয়ের স্বাদ পেয়েছেন ওয়ানিওনিয়াই। এত কম বয়সে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত প্রতিযোগিতায় ৮০০ মিটার দৌড়ে আর কেউ সর্বোচ্চ সাফল্য পাননি।

২০০৪ সালে জন্ম নেওয়া ওয়ানিওনিয়াই হাঁটা-চলা শুরু করার পর থেকেই দেখে এসেছেন, অলিম্পিকে ৮০০ মিটার দৌড়ে তার দেশেরই কারও না কারও গলায় উঠছে সোনার পদক। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে উইলফ্রেড বুঙ্গেই জেতেন সোনা। এরপর ২০১২ সালে লন্ডন ও ২০১৬ সালে রিওতে একজনই এই ইভেন্টে সোনা পান। পরপর দুই অলিম্পিকে সেরা হন ডেভিড রুডিশা।

২০২১ সালে আয়োজিত টোকিও অলিম্পিকে কেনিয়ার ইমানুয়েল করির জেতেন ৮০০ মিটারে সোনার পদক। প্যারিসে ৭৫ হাজার দর্শকের সামনে সোনা জিতে কেনিয়ার অর্জনের ধারাটি চলমান রাখলেন ওয়ানিওনিয়াই।

এই নিয়ে টানা পাঁচটি অলিম্পিকে শুধু সোনা জেতাতেই একচেটিয়া আধিপত্য দেখায়নি কেনিয়া, এই সময়ে দুটি ব্রোঞ্জ ও একটি রুপাও পেয়েছে দেশটি। অর্থাৎ বেইজিং অলিম্পিক থেকে প্যারিস অলিম্পিক পর্যন্ত ছেলেদের ৮০০ মিটার দৌড়ের ১৫টি পদকের আটটিই গেছে তাদের ঘরে।

Comments

The Daily Star  | English

No one involved in mob violence will be spared: home adviser

He credits the media and digital platforms for enabling quicker responses

32m ago