জিম্বাবুয়েকে হারিয়ে আশা জিইয়ে রাখল উইন্ডিজ

ষষ্ঠ উইকেট হিসেবে জেসন হোল্ডার যখন আউট হন, তখন মনে হয়েছিল অল্প রানেই আটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে সপ্তম উইকেটে রভমান পাওয়েলকে নিয়ে ঘুরে দাঁড়ান আকিল হোসেন। তাতে লড়াই করার পুঁজি পেয়ে যায় দলটি। এরপর বল হাতে আগুন ঝরালেন আলজেরি জোসেফ। তাতে জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের আশা ভালোভাবেই টিকিয়ে রাখল ক্যারিবিয়ানরা।

বুধবার হোবার্টে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের ম্যাচে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৩ রান করে তারা। জবাবে ১০ বল বাকি থাকতে ১২২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যেত তাদের। তবে জিম্বাবুয়েকে হারিয়ে আসরে টিকে রইল দুইবারের চ্যাম্পিয়নরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। কাইল মেয়ার্সের সঙ্গে জনসন চার্লসের ওপেনিং জুটিতে আসে ২৮ রান। এরপর এভিন লুইসের সঙ্গে ৪৯ রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল দলটি। কিন্তু এরপর ২৪ রানের ব্যবধানে ৫টি উইকেট হারালে বড় চাপে পড়ে যায় তারা। তবে রভমান ও পাওয়েলের জুটি উদ্ধার করেন দলটিকে। সপ্তম উইকেটে স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করেন এ দুই ব্যাটার।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন চার্লস। ৩৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। রভমানের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষ দিকে ২৩ রানের কার্যকরী একটি ইনিংস খেলেন আকিল। জিম্বাবুয়ের পক্ষে ১৯ রানের খরচায় ৩টি উইকেট পান সিকান্দার রাজা। ২টি শিকার ব্লেসিং মুজারাবানির।

লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না জিম্বাবুয়ের। ২৯ রানের ওপেনিং জুটি পায় দলটি। রেগিস চাকাভাকে বোল্ড করে এ জুটি ভাঙেন জোসেফ। আর এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে গড়ে ওঠেনি কোনো জুটি। ব্যক্তিগতভাবেও কেউ প্রতিরোধ গড়তে পারেননি। কিছুটা চেষ্টা করেছিলেন লুক জংবি। তার চেষ্টা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন জংবি। ২২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ১৯ বলে ২৭ রান করেন ওয়েসলি মাদেভেরে। ক্যারিবিয়ানদের পক্ষে ১৬ রানের খরচায় ৪টি উইকেট নেন জোসেফ। ৩টি শিকার হোল্ডারের।

 

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

2h ago