ইংলিশের চোটে কপাল খুলল গ্রিনের

একদিন বাদেই বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু দুর্ভাগ্য অজিদের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই পেতে হয়েছে জশ ইংলিশের ছিটকে যাওয়ার দুঃসংবাদ। তার বদলী হিসেবে কাঙ্গারুদের বিশ্বকাপ দলে ঢুকেছেন ক্যামেরন গ্রিন।
ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে অনন্য ছিলেন গ্রিন। তিন ম্যাচে হাঁকান আগ্রাসী ব্যাটিংয়ে ঝড়ো দুটি ফিফটি। সেই পারফরম্যান্সেই এবার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে ২৩ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটারের।
ইংলিশের বিকল্প হিসেবে আলোচনায় ছিলেন তিন উইকেটরক্ষক ব্যাটার জস ফিলিপ, অ্যালেক্স কেয়ারি ও বেন ম্যাকডারমট। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে তাদের ছাপিয়ে গেছেন গ্রিন। ফলে অজিদের স্কোয়াডে এখন একমাত্র প্রসিদ্ধ উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।
তবে ডেভিড ওয়ার্নারের আছে অতীতে জাতীয় দলে কিপিংয়ের অভিজ্ঞতা। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে ব্রাড হ্যাডিনের বদলে গ্লাভস হাতে তুলে নিয়েছিলেন ধ্বংসাত্মক অজি ওপেনার।
অস্ট্রেলিয়ার পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (সি), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা
Comments