টস জিতে ফিল্ডিং নিল ভারত

rohit sharma vs babar azam

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস ভাগ্য পক্ষে এসেছে ভারতের। টস জিতে মেঘলা আকাশের নিচে আগে বোলিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের ম্যাচে সাত ব্যাটার, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে ভারত। আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।  একাদশে তিন পেসার রেখেছে পাকিস্তানও।

টস হারলেও ভারতকে অন্তত ১৭০ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার আশা করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

অভিজ্ঞ মোহাম্মদ শামির পাশাপাশি একাদশে ভুবনেশ্বর কুমার ও আর্শ্বদ্বীপ সিংকে খেলাচ্ছে ভারত। অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল। ব্যাট হাতেও তাকে ভূমিকা দেওয়ার ভাবনা দলটির। কিপার ব্যাটসম্যান হিসেবে রিশভ পান্তকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক। 

পাকিস্তানে একাদশে নেই কোন চমুক। শাহিন আফ্রিদ্রির সঙ্গে হারিস রউফ ও নাসিম শাহকে নিয়ে পেস আক্রমণ সাজিয়েছে তারা। অনুশীলনে মাথায় চোট পেলেও ম্যাচটিতে আছেন বাঁহাতি ব্যাটার শান মাসুদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলি, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, ইফতেখার আহমেদ, আসিফ আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলিম সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, আকসার প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আর্শ্বদ্বীপ সিং। 

(বিস্তারিত আসছে) 

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

58m ago