‘বাংলাদেশকে হারাতে না পারার কারণ দেখছি না’
সুপার টুয়েলভে যে ম্যাচগুলোতে জয়ের আশা বেশি আছে বাংলাদেশের, নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ তেমন একটি। কিন্তু উল্টো করে দেখলে নেদারল্যান্ডস যেসব শিকার তুলনামূলক কম কঠিন ভাবছে, বাংলাদেশ তার একটি। তাদের অভিজ্ঞ ব্যাটার তো বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, বাংলাদেশকে হারাতে না পারার কারণ দেখছেন না তিনি।
সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। কুড়ি ওভারে খারাপ সময় পার করলেও ম্যাচটিতে বাংলাদেশই ফেভারিট।
তবে সংবাদ সম্মেলনে কুপার জানান, প্রস্তুতির দিক থেকে এগিয়ে তারাই। প্রথম রাউন্ড খেলতে হওয়ায় এরমধ্যে বিশ্বকাপের তিন ম্যাচ তারা খেলে ফেলেছেন। বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের একটি গেছে বৃষ্টিতে ভেসে। সব মিলিয়ে তাই আশা চওড়া করছে ডাচরা, 'অবশ্যই (জেতার সুযোগ বেশি বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে)। সুপার টুয়েলভে খুব ভাল ভাল দল আছে। কিন্তু আমাদের সুযোগ বেশি (বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে)। আমরা প্রতিদ্বন্দিতাপূর্ণ কিছু ম্যাচ খেলেছি। বাংলাদেশ কেবল খেলতে নামবে। তাদের একটি খেলা (ওয়ার্মআপ ম্যাচ) বৃষ্টিতে ভেসে গেছে, একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে কেবল।'
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুদলের। সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশ। এবার তারা জিতে গেলে সেটাকে অঘটন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান কুপার। বরং বাংলাদেশকে না হারানোর কারণ দেখছেন না তিনি, 'আপনারা মনে করছেন এটা হলে (বাংলাদেশকে হারালে) অঘটন হবে, আমরা এভাবে দেখছি না। আমরা এখানে লড়াই করতে এসেছি। তাদের বিপক্ষে আমরা আগে কাছাকাছি গিয়েছি। তাদেরকে কাল হারাতে না পারার কোন কারণ দেখছি না।'
Comments