শচিন বললেন, ‘এটা কোহলির জীবনের শ্রেষ্ঠ ইনিংস’  

ম্যাচশেষে ভারতের জয়ের নায়ক নিজেই বলেছিলেন তার টি-টোয়েন্টির সেরা ইনিংস এটাই। তবে এবার কিংবদন্তি শচিন টেন্ডুলকার বিরাটের এই ইনিংসকে শুধু টি-টোয়েন্টি নয়, তার গোটা ক্যারিয়ারের সেরা ইনিংস বলে আখ্যা দিলেন।
Sachin Tendulkar & Virat Kohli

রোববারের ভারত-পাকিস্তান ম্যাচ থ্রিলার সিনেমার চেয়ে কোন অংশে কম ছিল না। চরম নাটকীয়তার ম্যাচে অসম্ভবকে সম্ভব করে দেখান বিরাট কোহলি। প্রচণ্ড চাপের মুখে খেলেন ৫৩ বলে ৮২ রানের অতিমানবীয় ইনিংস। হারতে বসা ম্যাচ ভারতকে জিতিয়ে শচিন টেন্ডুলকার ও অন্যান্য সাবেকদের প্রশংসায় ভাসছেন কোহলি।

ম্যাচশেষে ভারতের জয়ের নায়ক নিজেই বলেছিলেন তার টি-টোয়েন্টির সেরা ইনিংস এটাই। তবে এবার কিংবদন্তি শচিন টেন্ডুলকার বিরাটের এই ইনিংসকে শুধু টি-টোয়েন্টি নয়, তার গোটা ক্যারিয়ারের সেরা ইনিংস বলে আখ্যা দিলেন।

টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে শচিন বলেন, 'নিঃসন্দেহে এটা তোমার জীবনের শ্রেষ্ঠ ইনিংস ছিল। তোমাকে খেলতে দেখা একটা উপহার ছিল। ১৯তম ওভারে রউফকে ব্যাকফুটে ছক্কা হাঁকানো দুর্দান্ত ছিল। এভাবেই চালিয়ে যাও।'

পাকিস্তানের করা ১৫৯ রান তাড়া করতে নেমে গতকাল ৩১ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। বিপর্যয় সামলে চতুর্থ উইকেটে হার্দিকের সঙ্গে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়েন তিনি।

শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিল ৪৮ রান। হার্দিক ব্যাটে-বলে সংযোগ ঘটাতে কিছুটা সংগ্রাম করছিলেন। তাই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কোহলি। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজের ওপর চড়াও হয়ে ম্যাচ বের করে আনেন সাবেক ভারতীয় অধিনায়ক।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago