আগের বলেই সোহানকে সতর্ক করেছিলেন সাকিব

এক বলে দরকার ৫ রান। মোসাদ্দেক হোসেন সৈকতের বল এগিয়ে এসে উড়াতে গিয়ে পারলেন না ব্লেসিং মুজারাবানি। স্টাম্পিং করে ম্যাচ শেষ করার আনন্দে মাতল বাংলাদেশ। দুদলের খেলোয়াড়রা হাত মিলিয়েও বিদায় নিলেন মাঠ থেকে। কিন্তু নাটকের যে তখনো বাকি!

টিভি স্ক্রিনে উঠে গেছে বাংলাদেশ খেলা জিতেছে ৪ রানে। কিন্তু জিম্বাবুয়ের দুই ব্যাটার কি আশায় ক্রিজেই দাঁড়িয়েছিলেন, নিয়েছিলেন রিভিউ। রিপ্লেতে দেখা স্টাম্পিং করার আগে বল ধরার সময় বড় ভুল করে ফেলেন সোহান। স্টাম্পের থেকে গ্লাভস সামনে নিয়ে বল ধরেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী হয় নো বল। আবার খেলোয়াড়রা ফেরেন মাঠে। নাহ! এক বলে ৪ রানের সমীকরণ মেলাতে পারেননি মুজারাবানি। ৩ রানেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

এমন জয়ের পর আলোচনায় এসেছে সোহানের ওই ভুল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানান, রিচার্ড এনগারাভার স্টাম্পিংয়ের সময়ও সোহানকে একটু বেশি এগিয়ে আসতে দেখে সতর্ক করেছিলেন তিনি, 'আগের বলে (এনগারাভার আউটের সময়) আমি ওকে বলেছিলাম সতর্ক থাকতে, কারণ ওর হাত স্টাম্পের কাছাকাছি চলে এসেছিল। আম্পায়ার কিন্তু পরেরবার চেকজ করবে। বিশ্বাস করতে পারছি না (হাসি)। আমি বলব দারুণ এক ম্যাচ হয়েছে। যারা খেলা দেখতে এসেছেন তাদের জন্যও দারুণ ছিল।' 

রান তাড়ায় জিম্বাবুয়েকে ম্যাচে রেখেছিলেন শন উইলিয়ামস। ১৯তম ওভারে সাকিবের সরাসরি থ্রোতে রান আউটের আগে করেন ৪২ বলে ৬৪ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে তিনি জানান, তারা বেরিয়ে যাওয়ার সময় আম্পায়ারদের ডাকে টের পান নো বলের কথা, 'মাঠ ছাড়ার সময়ই আমরা টের পাই। আম্পায়াররা আমাদেরকে থামান যে নো বল হয়েছে কিনা দেখার জন্য। পরে বড় স্ক্রিনে দেখলাম।'

রোববার ব্রিসবেনে টস জিতে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ১৫০ রানের পুঁজি পায় বাংলাদেশ। বেশ ভালো উইকেটে এই পুঁজিই যথেষ্ট ছিল না। তবে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিং পাওয়ার প্লের মধ্যেই ম্যাচে নিয়ে আসে নিয়ন্ত্রণ। ৩৫ রানে ৪ উইকেট পড়ে  ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। পরে ঘুরে দাঁড়ালেও পেরে উঠেনি ক্রেইগ আরভিনের দল।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

57m ago