বিশ্বকাপের পরেও থাকবেন শ্রীরাম, আশা সাকিবের

SRIDHARAN SRIRAM & shakib Al hasan
শ্রীধরন শ্রীরামের সঙ্গে সাকিব আল হাসান। ফাইল ছবি: বিসিবি

টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে চলতি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছিল শ্রীধরন শ্রীরামের সঙ্গে। এই চুক্তি আর বাড়ানো হবে কিনা তা এখনো স্পষ্ট করেনি বিসিবি। তবে অধিনায়ক সাকিব আল হাসানের আশা, বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবেন এই ভারতীয় কোচ।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে এশিয়া কাপের ঠিক আগে দায়িত্ব দেওয়া হয় শ্রীরামকে। তার অধীনে এশিয়া কাপের পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ।

এরমাঝে সংযুক্ত আরব আমিরাতে খেলে একটি সিরিজ। বিশ্বকাপের সেমিফাইনালে না উঠলে চুক্তির এই মেয়াদে শ্রীরামের আছে আর দুই ম্যাচ।

তবে দলের সঙ্গে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দারুণ কাজ করা এই কোচ যেন এখনি চলে না যান সেই প্রত্যাশা করলেন সাকিব। ভারতের বিপক্ষে ম্যাচের আগে শ্রীরামকে করলেন প্রশংসা, 'আমার মনে হয় তিনি ভালো করছেন। উনি এসে কিছু নির্দিষ্ট পরিকল্পনা করেছেন। যেগুলো নিয়ে এগুতে চান। ছেলেদের নিয়ে ভালো কাজ করছেন। উনি যেভাবে কথা বলেন সেটা সবাই পছন্দ করে।'

'তার কোচিংয়ে আমরা ৫/৬ বা তার বেশি (আসলে ১১) ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে তিনি খুব ভাল করেছেন তরুণ দল নিয়ে। আমি আশা করছি বাংলাদেশ দলের সঙ্গে তিনি আরও থাকবেন।' 

শ্রীরামের অধীনে ১১ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে খেলার ধরণে বেশ কিছু বদল এনেছেন এই কোচ। প্রথাগত পারফরম্যান্সের চেয়ে 'ইন্টেন্ট' ও 'ইমপ্যাক্ট' নিয়ে খেলার কথা বারবার বলেছেন তিনি। উপযুক্ত ওপেনিং জুটি খুঁজতে অনেক পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছেন তিনি। পাওয়ার প্লে কাজে লাগানোর উপর জোর দিয়ে কিছু ফলও পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

6m ago