‘ভুল থেকে শেখায়’ বাংলাদেশকে নিয়ে ‘চিন্তা নেই’ পাকিস্তানের

ভারতের বিপক্ষে তুমুল লড়াই জমিয়ে হেরে যাওয়ার পর পাকিস্তান হেরে বসে জিম্বাবুয়ের কাছেও। তখনই তাদের সেমিফাইনালে যাওয়ার পথ একদম কঠিন হয়ে যায়। এরপর ঘুরে দাঁড়িয়ে তারা হারায় নেদারল্যাডস ও দক্ষিণ আফ্রিকাকে
Shan Masud
সংবাদ সম্মেলনে কথা বলছেন শান মাসুদ

ভারতের বিপক্ষে তুমুল লড়াই জমিয়ে হেরে যাওয়ার পর পাকিস্তান হেরে বসে জিম্বাবুয়ের কাছেও। তখনই তাদের সেমিফাইনালে যাওয়ার পথ একদম কঠিন হয়ে যায়। এরপর ঘুরে দাঁড়িয়ে তারা হারায় নেদারল্যাডস ও দক্ষিণ আফ্রিকাকে। কাগজে কলমে সেমির সমীকরণে টিকে থাকা পাকিস্তান বাংলাদেশের বিপক্ষেও দেখাতে চায় ঝাঁজ। টপ অর্ডার ব্যাটার শান মাসুদ জানালেন বাংলাদেশকে নিয়ে খুব বেশি চিন্তিত নন তারা।

অ্যাডিলেডে রোববার (৬ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ দিনে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। সেমিতে যেতে ম্যাচটি জেতার কোন বিকল্প নেই পাকিস্তানের। কেবল নিজেরা জিতলেই চলবে না, দিনের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ভারতের হারও চাইতে হবে তাদের।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড বেশ ভালো। ১৭টি টি-টোয়েন্টি খেলে তাদের জয় ১৫টিতেই। তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ দেখিয়েছে সামর্থ্য, তুমুল উত্তেজনায় হেরেছে শেষ বলে গিয়ে। শনিবার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ বাংলাদেশ প্রসঙ্গ আসতেই শান বলেন জিম্বাবুয়ে ম্যাচে পা হড়কানো দারুণ শিক্ষা ও শক্তি দিয়েছে তাদের,  'ব্যর্থতার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার ভুল থেকে শিখতে পারবেন। জিম্বাবুয়ের বিপক্ষে হারার পর দল জেগে উঠেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে পেশাদার পারফরম্যান্স দিয়েছে সবাই। গ্রুপের সেরা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের আরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছি। ৪০ রানে ৪ উইকেট (৪৩ রানে) পড়ে যাওয়া পর আমরা ওই পরিস্থিতি থেকে ১৮০ রানের বেশি লক্ষ্য দিয়েছি, পরে বোলিং দেখেছেন কেমন হয়েছে। বৃষ্টি বিরতির পর শাদাব কিছু রান দেন, শাহিনের প্রথম কিছু বল রান হয়। ভারতের বিপক্ষে ম্যাচের মতো পরিস্থিতি হয়ে যাচ্ছিল। কিন্তু পরে ঠিকই বাউন্সব্যাক করে আমরা ম্যাচ জিতেছি।'

শান মনে করেন টুর্নামেন্টে তারা খেলেছেন ভালোই। ভারতের বিপক্ষেও একটা পর্যায় পর্যন্ত জেতার কাছে ছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষেও হেরেছেন শেষ মুহুর্তে গিয়ে। তবে সেই হার তাদের ঘাটতির জায়গাগুলো করেছে খোলাসা। যা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ম্যাচে নিজেদের কাজটা করতে মরিয়া তারা,  'বাংলাদেশের বিপক্ষেও আমরা সেই ঝাঁজ ধরে রেখে সেরা পারফরম্যান্স দিতে পারব। কাল পাকিস্তান একদম ফোকাসে থাকবে। আশা করি চিন্তার কোন কারণ থাকবে না।'

অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে এই ম্যাচ।

 

Comments

The Daily Star  | English
Tim Southee

‘Worst wicket I've come across’, Southee blasts Mirpur pitch

“Probably the worst wicket I've come across in my career,” said Southee after the game on Saturday.

11m ago