ভালো শুরুর পর দ্রুত পড়ল দুই উইকেট
সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে চ্যালেঞ্জিং পুঁজির খোঁজে থাকা বাংলাদেশের শুরুটা জুতসই। লিটন দাস ফিরে গেলেও নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে সেই ভিতের দিকেই ছিল বাংলাদেশ। তবে সৌম্য ও সাকিব আল হাসানকে পর পর হারিয়ে বেড়েছে চাপ।
অ্যাডিলেডে রোববার পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে সাকিব আল হাসানের দল। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলে টাইগাররা। ৩৭ বলে ৪১ রান করে ক্রিজে আছেন শান্ত, ১৭ বলে ২০ রান করে ফিরে গেছেন সৌম্য। এর আগে ৮ বলে ১০ রান করে ফিরে গেছেন ভারতের বিপক্ষে ঝড় তোলা লিটন। সাকিব আউট হন প্রথম বলেই। তবে তার এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে আছে বিতর্ক।
শাহিন আফ্রিদির প্রথম ওভারে লিডিং এজ থেকে এক বাউন্ডারি পান শান্ত। নাসিম শাহর পরের ওভারেও চার পান তিনি। শাহিনের পরের ওভারে পুল করে দারুণ ছক্কা মারেন লিটন দাস। কিন্তু উড়তে পারেননি বাংলাদেশের সেরা ব্যাটার। ওই ওভারেই পয়েন্ট ক্যাচ দিয়ে ফিরে যান।
১০ রানে জীবন পান শান্ত। মোহাম্মদ ওয়াসিমের বলে শর্ট মিড অফে তার সহজ ক্যাচ ফেলে দেন শাদাব খান। জীবন পেয়েই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারেন তিনি। সৌম্য স্ট্রাইক পেলে পুল শটে অনায়াসে বল পাঠান গ্যালারিতে।
নাসিমের করা পাওয়ার প্লের শেষ ওভারে আসে স্রেফ ২ রান। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৪০। খুব একটা মন্দ বলার উপায় নেই।
পাওয়ার প্লের পর শান্তকে সহজ রান আউটের আরেকটি সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। লেগ স্পিনে ব্রেক থ্রোর আশায় আশা শাদাবকেও সামলে নেন দুজন। সৌম্য শাদাবের স্লগ সুইপ মেরে পান বাউন্ডারি। শান্ত খেলতে থাকেন সাবলীলভাবে। পরের দশ ওভারে এই ভিত থেকে ঝড় তুলতে হবে বাংলাদেশকে।
একাদশ ওভারে শাদাবকে রিভার্স সুইপে উড়াতে গিয়ে পয়েন্টে ধরা দেন সৌম্য। পরের বলেই এলবিডব্লিউর শিকার হন সাকিব। তবে পায়ে লাগার আগে বল তার ব্যাটে লেগেছিল কিনা তা নিয়ে আছে সংশয়।
Comments