ট্রান্সফার উইন্ডো

ট্রান্সফার লাইভ: কাসেমিরোকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

কাসেমিরোকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

বার্সেলোনা থেকে অনেক চেষ্টা করে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে আনতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, মিডফিল্ডের শক্তি বাড়াতে রিয়াল মাদ্রিদের কাসেমিরোর দিকে নজর দিয়েছে ক্লাবটি। তবে তাকে বিক্রির কোনো ইচ্ছাই নেই মাদ্রিদের ক্লাবটির।

রোনালদোকে বিক্রি করবে ম্যানচেস্টার ইউনাইটেড

অবশেষে চাওয়া পূরণ হতে পারে ক্রিস্তিয়ানো রোনালদোর। টকস্পোর্টসের সংবাদ অনুযায়ী, এই গ্রীষ্মেই তার জন্য প্রস্তাব গ্রহণ করতে পারে দলটি। যদিও ক্লাবটির মালিক তাকে বিক্রি করতে চান না বলেই সংবাদ রয়েছে বেশ কিছু ব্রিটিশ সংবাদমাধ্যমে।

ফয়েথের এজেন্টের সঙ্গে আলোচনায় বার্সেলোনা

রক্ষণভাগের শক্তি বাড়াতে ভিয়ারিয়ালের আর্জেন্টাইন রাইট-ব্যাক হুয়ান ফয়েথের নজর দিয়েছে বার্সেলোনা। জিজান্তেসের সংবাদ অনুযায়ী, তার এজেন্টের সঙ্গে আলোচনায় বসেছে ক্লাবটি। বর্তমানে বার্সেলোনার স্পোর্টিং কমপ্লেক্সে আছে ফয়েথের এজেন্ট।

কুনহাকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

টানা দুই হারের পর দলের শক্তি বাড়াতে উঠে পড়ে লেগেছেন কোচ এরিক টেন হাগ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, অ্যাতলেতিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহার দিকে নজর দিয়েছে ক্লাবটি। তাকে ধারে দলে আনার চেষ্টা করছে তারা।

অ্যাতলেতিকোয় থাকছেন মোরাতা

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের সংবাদ অনুযায়ী, আলভারো মোরাতাকে বিক্রি করতে না অ্যাতলেতিকো মাদ্রিদ। গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ মিলিয়ন ইউরোর একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ক্লাবটি।

অবামেয়াংকে পাওয়ার দৌড়ে ম্যানচেস্টার ইউনাইটেড

বেশ কিছু দিন থেকে বার্সেলোনার ফরোয়ার্ড পিয়েরে-অ্যামরিক অবামেয়াংকে পাওয়ার চেষ্টা করছে চেলসি। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।

Comments

The Daily Star  | English

US Visa Policy: Some officials in admin, police ill at ease

A section of officials in the administration and police have a feeling of unease over the US visa curbs, but they would not publicly admit it.

5h ago