ট্রান্সফার লাইভ: ম্যাক অ্যালিস্তার বিক্রির জন্য নয়

ছবি: এএফপি

ইউরোপের ক্লাব ফুটবলের চলমান ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাকি দুটি অর্থাৎ স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে ৩১ পর্যন্ত ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

এঞ্জোকে পাওয়ার কাছাকাছি চেলসি

পর্তুগিজ গণমাধ্যম রেলেভো জানিয়েছে, এঞ্জো ফার্নান্দেজ ক্রমান্বয়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেওয়ার কাছাকাছি যাচ্ছেন। বেনফিকার এই আর্জেন্টাইন মিডফিল্ডার গত মাসে কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন। তাকে পেতে রিলিজ ক্লজের পুরো অর্থ অর্থাৎ ১০৫ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে রাজী ব্লুজরা। কারণ ২১ বছর বয়সী এঞ্জোকে এর কমে না ছাড়তে অনড় বেনফিকা।

ম্যাক অ্যালিস্তার বিক্রির জন্য নয়

এই ট্রান্সফার উইন্ডোতে আলেক্সিস ম্যাক অ্যালিস্তারকে বিক্রির কোনো পরিকল্পনা নেই ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের। ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা পল বারবার তাকে পেতে আগ্রহীদের হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, 'আমরা (আমাদের দলের) কাউকে (কেনার জন্য) কারও কাছে প্রস্তাব দেইনি এবং (আমাদের সেরকম) কোনো পরিকল্পনাও নেই।' কেবল আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক অ্যালিস্তার নয়, ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদো ও স্পেনের গোলরক্ষক রবার্ত সানচেজকেও ধরে রাখতে মরিয়া ব্রাইটন।

ভ্লাহোভিচকে দিয়ে সাকাকে চায় জুভেন্তাস

ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমার্কাতো জানিয়েছে, আর্সেনালের তরুণ ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকাকে চায় জুভেন্তাস। পরিবর্তে সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচকে দিয়ে দিতে তৈরি তারা। ইতালিয়ান ক্লাবটি আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছে। তাই কোনো ট্রান্সফার ফি নয়, খেলোয়াড় অদল-বদলের পরিকল্পনা তাদের।

বেলিংহ্যামকে দলে টানতে আত্মবিশ্বাসী রিয়াল

বেশ কয়েকটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও জুড বেলিংহ্যামকে দলে ভেড়াতে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ডের ১৯ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডারের জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত তারা। তবে কোনোভাবেই তারা ট্রান্সফার ফির পরিমাণ ১২০ মিলিয়ন ইউরোর চেয়ে বাড়াবে না। আমেরিকান গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, চলমান জানুয়ারি মাসে দলবদলের কাজ সম্পন্ন করতে চায় স্প্যানিশ লা লিগার শিরোপাধারীরা।

বোনোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বায়ার্নের

ফরাসি গণমাধ্যম ফুটমার্কাতো জানিয়েছে, সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনোর প্রতিনিধিদের সঙ্গে আলাপ চলছে বায়ার্ন মিউনিখের। চোটের কারণে চলমান মৌসুম শেষ হয়ে যাওয়া মানুয়েল নয়্যারের বিকল্পের খোঁজে আছে বুন্দেসলিগার পরাশক্তিরা। কাতারে সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া মরক্কোর সাফল্যের অন্যতম নায়ক ছিলেন বোনো।

জর্জিনহোকে লক্ষ্যবস্তু করেছে বার্সেলোনা

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, জর্জিনহোকে ফের নিজেদের লক্ষ্য বানিয়েছে বার্সেলোনা। চেলসির সঙ্গে এই ইতালিয়ান মিডফিল্ডারের চুক্তির মেয়াদ প্রায় শেষদিকে। ফলে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন তিনি। আর বার্সা কোচ জাভি হার্নান্দেজও আছেন ক্লাব ছাড়ার সম্ভাবনায় থাকা সার্জিও বুসকেতসের বদলি হিসেবে একজন অভিজ্ঞ ফুটবলারের সন্ধানে।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

11h ago