ট্রান্সফার লাইভ: ফাতিকে ছেড়ে দিতে প্রস্তুত বার্সেলোনা

ইউরোপের ক্লাব ফুটবলের চলমান ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

ইউরোপের ক্লাব ফুটবলের চলমান ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্ডেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাকি দুটি অর্থাৎ স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে ৩১ পর্যন্ত ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

ফেলিক্সের জন্য ম্যানইউর প্রস্তাব

স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর সংবাদ অনুযায়ী, অ্যাতলেতিকো মাদ্রিদের উইঙ্গার জোয়াও ফেলিক্সকে ধারে পেতে ৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ২৩ বছর বয়সী এ উইঙ্গারকে ধারে পাঠাতে ১২ থেকে ১৩ মিলিয়ন ইউরো চায় স্প্যানিশ ক্লাবটি। 

এনজোর রিলিজ ক্লজ নিয়ে আলোচনা করেনি চেলসি

বেশ কিছু দিন থেকেই গুঞ্জন এনজো ফার্নান্দেজের জন্য রিলিজ ক্লজের পুরো অর্থ দিতে রাজী হয়েছে চেলসি। এমনকি দুই পক্ষের মধ্যে আলোচনাও চূড়ান্ত। কিন্তু ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রিলিজ ক্লজের (১২০ মিলিয়ন ইউরো) দেওয়ার কোনো প্রস্তাব দেয়নি চেলসি। এমনকি বিশেষ কোনো আলোচনাও হয়নি দুই পক্ষের মধ্যে। তবে তার জন্য ৮৫ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছে ব্লুজরা।

বেলিংহ্যামকে পেতে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ

বৃটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের সংবাদ অনুযায়ী, বরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে পেতে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। তাকে পেতে মুখিয়ে আছে ইংলিশ ক্লাব লিভারপুলও। তবে এ রেসে জয় রিয়ালের হবে বলেই বিশ্বাস লস ব্লাঙ্কোসদের।

ইংসের জন্য এভারটনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা

বৃটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, ড্যানি ইংসকে ধারে নেওয়ার জন্য এভারটনের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ডকে পেতে বোর্নমাউথ, সাউদাম্পটন ও ওয়েস্টহ্যামও চেষ্টা চালাচ্ছে। 

ফাতিকে ছেড়ে দিতে প্রস্তুত বার্সেলোনা

সিনিয়র দলের শুরুটা কী দারুণভাবেই না করেছিলেন আনসু ফাতি। কিন্তু একের পর এক ইনজুরিতে সে ধারা ধরে রাখতে পারেননি এ তরুণ। তাতে কিছুটা হলেও অধৈর্য হয়ে পড়েছে বার্সেলোনা। ট্রান্সফার বিষয়ক বিশেষ ওয়েবসাইট ফিচাজেস জানিয়েছে, ২০ বছর বয়সী এ তরুণকে ধারে ছেড়ে দিতে প্রস্তুত কাতালান ক্লাবটি।

Comments

The Daily Star  | English

Diagnose dengue with ease at home

People who suspect that they have dengue may soon breathe a little easier as they will not have to take on the hassle of a hospital visit to confirm or dispel the fear.

9h ago