ট্রান্সফার লাইভ: বেলিংহ্যামের দৌড়ে এবার পিএসজিও

বছর ঘুরে ইউরোপীয় ক্লাব ফুটবলে আবারও এসে পড়েছে দলবদলের মৌসুম। দলের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।

বছর ঘুরে ইউরোপীয় ক্লাব ফুটবলে আবারও এসে পড়েছে দলবদলের মৌসুম। দলের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্ডেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অপর দুটি লিগ স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

পাভার্ডের সঙ্গে আলোচনায় বার্সেলোনা

আগামী জুনেই বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে বেঞ্জামিন পাভার্ডের। তাকে পেতে চেষ্টা চালাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এরমধ্যেই পাভার্ডের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করেছে কাতালান ক্লাবটি।

বেলিংহ্যামের দৌড়ে এবার পিএসজিও

জুড বেলিংহ্যামকে দলে পেতে অনেকটা মরিয়া হয়ে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাকে চায় ইংলিশ ক্লাব লিভারপুলও। ফরাসি সংবাদমাধ্যম লাটেনস্পোর্টস জানিয়েছে, এবার তাকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে পিএসজিও।

বার্সেলোনার তরুণ বালদেকে চায় আর্সেনাল

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, বার্সেলোনার তরুণ ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে দিকে নজর দিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এছাড়া আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসলও চায় তাকে। তবে কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে চান ১৯ বছর বয়সী এ তরুণ।

বায়ার্নের যাওয়ার আশা ছাড়ছেন না সোমের

বায়ার্ন মিউনিখের যাওয়ার আশা ছাড়ছেন না বরুশিয়া মনশেনগ্লাডবাখের গোলরক্ষক ইয়ান সোমের। যদিও এই জানুয়ারিতে এ গোলরক্ষককে বিক্রি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মনশেনগ্লাডবাখ। তবে স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, কোচ ড্যানিয়েল ফার্কে এবং ক্রীড়া পরিচালক রোল্যান্ড ভির্কাসের কাছে ইচ্ছা প্রকাশ করার পর ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট রেইনার বনহফের কাছে তাকে চলে যেতে দেওয়ার জন্য অনুরোধ করেছেন সোমের।

মোরেনোকে পাওয়ার কাছাকাছি অ্যাস্টন ভিলা

ফুটবল ইনসাইডারের সংবাদ অনুযায়ী, রিয়াল বেটিসের ২৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার আলেক্স মোরেনোকে পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছে অ্যাস্টন ভিলা।

ম্যাগুয়েইরকে বিক্রির গুঞ্জন উড়িয়ে দিয়েছে ইউনাইটেড

ম্যাগুয়েইরের অ্যাস্টন ভিলায় যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইভিনিং নিউজের সংবাদ অনুযায়ী, এই জানুয়ারিতে মাগুয়েইরকে ছাড়ার কোনো ইচ্ছা নেই ইউনাইটেডের।

Comments

The Daily Star  | English
Metro now connects Uttara with Motijheel

Uttara-Motijheel Metro: 8am-8pm service not before April

Commuters may have to wait until July for service until midnight on the entire Uttara-Motijheel section, hints Metro rail authorities

2h ago