বহুল ব্যবহৃত মিরপুরের উইকেটের গোলক ধাঁধার সমাধান কী?
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট যেন এক গোলক ধাঁধা! বছরের পর বছর ধরে খেলা হওয়ায় উইকেটগুলো হয়েছে প্রশ্নবিদ্ধ। কারণ, বিশ্বমঞ্চে খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে। বারবারই তাই রব ওঠে উইকেট পরিবর্তন বা সংস্কারের।
দ্য ডেইলি স্টারের NON-STRIKER'S END powered by Daraz-এর আয়োজনে উইকেট নিয়ে কথা বলেছেন বিসিবির সাবেক কিউরেটর বদিউল আলম খোকন।
Comments