‘এই মেয়েদের আরও ৫ বছর ধরে রাখতে হবে’

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এখন বাংলাদেশের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়েছেন তারা, দেশকে ভাসিয়েছেন আনন্দের জোয়ারে।

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এখন বাংলাদেশের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়েছেন তারা, দেশকে ভাসিয়েছেন আনন্দের জোয়ারে।

এই সাফল্যের নেপথ্যের কারিগর কোচ গোলাম রব্বানি ছোটন। অধিনায়ক সাবিনা খাতুন আসরে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের পাশাপাশি নির্বাচিত হন সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। মারিয়া মান্ডা বরাবরের মতো আলো ছড়ান মাঝমাঠে।

স্টার স্পেশালের আজকের শোতে ছোটনের সঙ্গে সাবিনা ও মারিয়া শোনান তাদের গৌরবময় পথচলার গল্প। শিরোপা জয়ের মাহেন্দ্রক্ষণের অনুভূতির পাশাপাশি তারা তুলে ধরেন আগামীর প্রত্যাশাও।

Comments