সিলেটের পতিত পাহাড়ি জমি মাল্টা চাষিদের জন্য আশীর্বাদ

একসময় ছিল পাহাড়ি-পতিত জমি, এখন তা পরিণত হয়েছে সবুজ মাল্টার বাগানে।

একসময় ছিল পাহাড়ি-পতিত জমি, এখন তা পরিণত হয়েছে সবুজ মাল্টার বাগানে।

সিলেট বিভাগের পাহাড়ি ঢালের মাটি লেবু ও মাল্টা জাতীয় ফল চাষের জন্য উপযোগী। বাজারে ভালো চাহিদা থাকায় সবুজ মাল্টা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে কীভাবে পাহাড়ি পতিত জমিকে মাল্টার বাগানে পরিণত করেছেন এই অঞ্চলের কৃষক।

Comments