কৃষি

নরসিংদীতে ৩ শতাধিক মাল্টার গাছ কেটে ফেলার অভিযোগ

ভুক্তভোগী পরিবারের দাবি, এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
নরসিংদীতে ৩ শতাধিক মাল্টার গাছ কেটে ফেলার অভিযোগ
কয়েকদিন পর গাছগুলোতে ফল আশা করা হচ্ছিল। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে প্রবাসী শামিম চৌধুরীর বাগানের ৩ শতাধিক মাল্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

গত সোমবার রাতে নরসিংদী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামে ওই ঘটনা ঘটে। তবে, কে বা কারা গাছগুলো কেটে ফেলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের দাবি, এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে শামিম চৌধুরীর স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২ বছর আগে তার স্বামী বাড়ির পাশে ১০০ শতাংশ জমিতে ৩ শতাধিক মাল্টার চারা রোপণ করেন। কয়েকদিন পর ফল আশা করা হচ্ছিল। গত এক মাস আগে তার স্বামী প্রবাসে চলে গেলে মাল্টার বাগান তার স্ত্রী শাহিদা বেগম দেখাশুনা করেন।

সোমবার সকালে শাহিদা বেগম বাগানে গিয়ে সব মাল্টার গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি পলাশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, 'আমাদের কাছে আজ লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'

Comments