অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার: সাধারণ গল্পে অসাধারণ ভিজুয়াল

‘অ্যাভাটার ওয়ান’র ১৩ বছর পর গত ১৬ ডিসেম্বর মুক্তি পেল ‘অ্যাভাটার টু’। অ্যাভাটার ওয়ানের কাহিনী যেখানে শেষ, সেখান থেকেই অ্যাভাটার টু শুরু।

'অ্যাভাটার ওয়ান'র ১৩ বছর পর গত ১৬ ডিসেম্বর মুক্তি পেল 'অ্যাভাটার টু'। অ্যাভাটার ওয়ানের কাহিনী যেখানে শেষ, সেখান থেকেই অ্যাভাটার টু শুরু।

জ্যাক সেলি প্যান্ডোরা গ্রহে নতুন জীবন শুরু করেছে নতুন পরিবার নিয়ে। কিন্তু, সুখ বেশিদিন স্থায়ী হলো না, পুরনো শত্রু ফিরে এলো নতুন রূপে। নেইতিরি ও নাভি আর্মিকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলল জ্যাক। জ্যাক কি পারবে তার পরিবারকে বাঁচাতে? জ্যাক কি পারবে তার সম্প্রদায়কে রক্ষা করতে?

ভিজুয়ালি এত সুন্দর সিনেমা হলিউড সম্ভবত এর আগে দেখেনি। ভিজুয়ালের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করেছেন পরিচালক জেমস ক্যামেরুন।

ভিজুয়ালি অসাধারণ হলেও সিনেমার গল্পে তেমন জোর নেই। বরং এত বড় আয়োজনের তুলনায় গল্পটা একটু বেশিই সাধারণ!

Comments