সত্তরে পা দিলেন ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস

ব্রুস উইলিস ও তার স্ত্রী এমা হেমিং। ফাইল ছবি: রয়টার্স
ব্রুস উইলিস ও তার স্ত্রী এমা হেমিং। ফাইল ছবি: রয়টার্স

৭০ বছরে পা দিয়েছেন হলিউডে 'ডাই হার্ড' সহ অসংখ্য অ্যাকশন সিনেমার জনপ্রিয় অভিনেতা ব্রুস উইলিস। গত দুই-তিন বছর ধরে তার শারীরিক অসুস্থতার খবর পাওয়া গেলেও জানা গেছে, এই মাইলফলক জন্মদিনের সময়টিতে তিনি ভালো আছেন।

গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

ব্রুসের ৭০তম জন্মদিনকে সামনে রেখে তার মেয়ে রুমার উইলিস সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের কিছু প্রশ্নের জবাব দিয়েছেন। 

ব্রুস উইলিস ও তার সাবেক স্ত্রী ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডেমি মুরের সন্তান রুমার তার বাবার স্বাস্থ্য নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে বলেন, 'তিনি এখন বেশ ভালো আছেন। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ।'

তিনি ভক্তদের আহ্বান জানান, 'সবাই অনুগ্রহ করে আমার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।'

২০২২ সালে ব্রুস উইলিস মস্তিষ্কের জটিলতায় (অ্যাফাসিয়া) আক্রান্ত হয়ে আংশিকভাবে বাকশক্তিহীন হয়ে পড়েন। মূলত শব্দ উচ্চারণ করা এবং কথা বলার অসুবিধার কারণেই তিনি হলিউডে তার কয়েক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটাতে বাধ্য হন। পরের বছর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়ও, তিনি মস্তিষ্কের রোগ ফ্রন্টোটেম্পোরাল ডিসঅর্ডারে (এফটিডি) ভুগছেন।

ডাই হার্ড ফোর ছবির দৃশ্যে ব্রুস উইলিস। ছবি: সংগৃহীত
ডাই হার্ড ফোর ছবির দৃশ্যে ব্রুস উইলিস। ছবি: সংগৃহীত

বুধবার ব্রুসের বর্তমান স্ত্রী এমা হেমিং ও অপর দুই মেয়ে তালুইয়াহ ও স্কাউট উইলিস তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম পেজে জন্মদিনের শুভেচ্ছা জানান।

হেমিং ডাই হার্ড সিনেমার একটি ছবি শেয়ার করেন। মূল পোস্টটি করেন ব্রুসের মেয়ে তালুইয়াহ। তিনি বলেন, বিগত বছরগুলোতে সিনেমার পর্দায় ব্রুসের অভিনয়ে চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠতে দেখার বিষয়টি অন্যরকম ছিল। 

'বছরের পর বছর, কেউ আমার "পুরো" নাম জানতে পারলেই আমি লজ্জায় লাল হয়েছি। তবে আমি তালুইয়াহ বেল ব্রুস উইলিস হিসেবে পরিচিতি পেয়ে খুবই গর্বিত', যোগ করেন তিনি।

ডেমি মুর-ব্রুস দম্পতির তিন মেয়ের অন্যতম, স্কাউট উইলিস তার ইনস্টাগ্রামে বাবাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আমার জিনের ৫০ শতাংশ (ব্রুসের) তার কাছ থেকে পেয়েছি।'

'আমি যে সঙ্গীত রচনা করি, এর মধ্যে যে জাদুকরী আকর্ষণ আছে, যে চৌম্বক আকর্ষণ তৈরি করতে সক্ষম হই, তার সবই বাবার কীর্তিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা', যোগ করেন তিনি। 

Comments

The Daily Star  | English

Childhood buried in trash

For the past decade, 18-year-old Raza has been wading through garbage to help his family survive.

14h ago