ভ্রাম্যমাণ নরসুন্দরের শেষ প্রজন্ম উপেন্দ্রর গল্প

হাতে গোনা দুয়েকটি গ্রামে তাদের দেখা মেলে। তাদের নির্দিষ্ট কোনো বসার জায়গা নেই। চুল-দাড়ি কাটার সরঞ্জাম আর বসার জন্য বড়জোর একটি পিঁড়ি নিয়ে তারা পথে-প্রান্তরে ঘুরে ঘুরে মানুষকে সেবা দেন

২ দশক আগেও দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে ভাম্যমাণ নরসুন্দরদের চোখে পড়ত। হাটে-বাজারে এমনকি বাড়ি বাড়ি গিয়েও তারা মানুষের চুল দাড়ি কেটে পরিপাটি করে দিতেন। এই একুশ শতকের বিশের দশকে এসে তাদের সংখ্যা এখন খুবই নগণ্য।

হাতে গোনা দুয়েকটি গ্রামে তাদের দেখা মেলে। তাদের নির্দিষ্ট কোনো বসার জায়গা নেই। চুল-দাড়ি কাটার সরঞ্জাম আর বসার জন্য বড়জোর একটি পিঁড়ি নিয়ে তারা পথে-প্রান্তরে ঘুরে ঘুরে মানুষকে সেবা দেন। তাদেরই একজন উপেন্দ্র নাথ শীল। তিনি ভ্রাম্যমাণ নরসুন্দরদের শেষ প্রজন্মের একজন।

স্টার নিউজপ্লাসে আজ থাকছে ভাম্যমাণ নরসুন্দর উপেন্দ্রর গল্প।

Comments