হাতিরঝিলের ঝিল কুটুম ক্যাফে এখন শুধুই পোড়া স্মৃতি
রাজধানীর হাতিরঝিলে যারা ঘুরতে যান, তাদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য ছিল ফিল্ম ক্যাফে ঝিল কুটুম। আগুনে পুড়ে ছাই হওয়ার আগে ক্যাফেটি সাজানো ছিল দেশ-বিদেশের জনপ্রিয় সব চলচ্চিত্রের পোস্টার আর এই বিষয়ক নানা উপকরণ দিয়ে।
স্টার স্পেশালে থাকছে ঝিল কুটুম নিয়ে স্মৃতিচারণ।
Comments