কেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল বাড়াতে চায় বিনিয়োগকারীরা?

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধনের পর উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচল করছে। গত ছয় মাসে এই এক্সপ্রেসওয়েতে যান চলাচল ও টোল আদায় বাড়লেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই বলছে এই আয় এখনো সন্তোষজনক নয়। এ অবস্থায় তারা টোল বাড়াতে সরকারকে প্রস্তাব দিতে চায়।

Comments

The Daily Star  | English

China accuses Trump of 'pouring oil' on Iran, Israel conflict

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

5h ago