মাঝ-আকাশে উড়োজাহাজের ঝাঁকুনি, ঝুঁকি কতটুকু?

জলবায়ু পরিবর্তন আকাশে উড়োজাহাজগুলোকে ক্রমাগত প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন করছে।

ঝড়বৃষ্টি, আবহাওয়ার দ্রুত পরিবর্তন, তীব্র গরম-ঠান্ডা, পাহাড়ি বাতাস যে কোনো অবস্থায় উড়োজাহাজ বিরূপ অবস্থার শিকার হতে পারে। আর এসব কারণেই মাঝ-আকাশে উড়োজাহাজে টার্বুলেন্স বা ঝাঁকুনির খবর শোনা যায়।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

9h ago