নতুন অধ্যাদেশ নিয়ে প্রশাসনের কর্মচারীদের এত ক্ষোভ কেন?

গত কয়েক দিন ধরে সচিবালয় ঘিরে চলছে উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের দেওয়া 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' প্রত্যাহারের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলন করছেন।

অন্যদিকে সংস্কার উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণের দাবিতে গতকাল সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে 'জুলাই বিপ্লবী ছাত্র-জনতা'। কিন্তু প্রশ্ন হলো—সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের আপত্তি কোথায়? কী আছে এই আইনে? এই অধ্যাদেশের প্রেক্ষাপটই বা কী? জানবো আজকের স্টার এক্সপ্লেইন্সে।

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

1h ago