বিশ্বকাপের পথে ঋতুপর্ণা-আফঈদাদের চীন-উত্তর কোরিয়া-উজবেকিস্তান চ্যালেঞ্জ কতবড়?
এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ জেনে গেছে বাংলাদেশ দল। ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা জায়গা পেয়েছেন 'বি' গ্রুপে। পিটার বাটলারের শিষ্যদের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
গ্রুপ যেটাই হোক না কেন, বাংলাদেশের তরুণ ফুটবলারদের সামনে চ্যালেঞ্জ একই—গ্রুপ পর্ব পাড়ি দিতে কঠিন পাহাড় ডিঙাতে হবে। আর ঠিক সেখানেই লুকিয়ে আছে স্বপ্ন পূরণের প্রাণপণ লড়াইয়ের গল্প, অসম্ভবকে সম্ভব করার দুর্বার সাহসের গল্প। আগামী এশিয়ান কাপে বাংলাদেশ দলের গ্রুপ পরিচিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আজকের স্টার এক্সপ্লেইন্স।
Comments