রেমিট্যান্স কমছে, কিন্তু আমদানি কেন বাড়ছে?

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৮ মাসে বাংলাদেশের জনশক্তি রপ্তানি রেকর্ড ১৮৫ শতাংশ বেশি হয়েছে। তবে গত সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ এবং রপ্তানি আয় কমেছে। কিন্তু বেড়েছে মোট আমদানির পরিমাণ।

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৮ মাসে বাংলাদেশের জনশক্তি রপ্তানি রেকর্ড ১৮৫ শতাংশ বেশি হয়েছে। তবে গত সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ এবং রপ্তানি আয় কমেছে। কিন্তু বেড়েছে মোট আমদানির পরিমাণ।

আর এই তিনের কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর সৃষ্টি হয়েছে অতিরিক্ত চাপ।

আজকের স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মো. আসাদুজ্জামানের সঙ্গে ডেইলি স্টারের রিপোর্টার এ কে এম জামীর উদ্দীন ব্যাখ্যা করেছেন কেন বাংলাদেশের রেমিট্যান্স ও রপ্তানি আয় কমেছে এবং বেড়েছে আমদানির পরিমাণ। এর কী প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা বাজারে এবং এর থেকে উত্তরণের উপায় কী?

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

54m ago