এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৫ শতাংশ

চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
গত বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৩ শতাংশ বেশি।
ব্যাংকাররা মনে করছেন, অফিসিয়াল ও হুন্ডি রেটের মধ্যে ব্যবধান কমে যাওয়ায় প্রবাসীরা বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন। এ কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এছাড়া, বর্তমান অন্তর্বর্তী সরকার মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর হওয়ায় অবৈধ পথে অর্থ পাঠানো কমেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকবে।
Comments