কুড়িয়ানা বধ্যভূমিতে আজও স্মৃতি খুঁজে ফেরেন স্বজনরা

বরিশাল বিভাগের সবচেয়ে বড় বধ্যভূমি হিসেবে পরিচিত পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা বধ্যভূমি।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের তথ্যমতে, বরিশালের বানারীপাড়া, ঝালকাঠি সদর ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৩৬ গ্রাম জুড়েই বধ্যভূমি ছড়িয়ে আছে। তবে এর মধ্যে কুড়িয়ানা বধ্যভূমিতেই সবেচেয়ে বেশি গণহত্যা হয়।

স্টার স্পেশালে দেখুন কুড়িয়ানা বধ্যভূমির ইতিহাস।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

3h ago