৬০০০ রানের মাইলফলকে পৌঁছে রুটের ইতিহাস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন জো রুট। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের চতুর্থ দিনে তিনি প্রথম ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছুঁলেন ৬০০০ রানের মাইলফলক।

ওভালে চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ব্যক্তিগত ২৪ থেকে ২৮-এ পৌঁছান রুট। আর সেই শটেই পূর্ণ হয় ৬০০০ রানের ইতিহাস গড়া অর্জন। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২৯ রান, দ্বিতীয় ইনিংসে এই মাইলফলকে পৌঁছাতে প্রয়োজন ছিল ২৫ রান।

রুটের এটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় ৬৯তম ম্যাচ। এই প্রতিযোগিতার সব কটি সংস্করণেই খেলেছেন তিনি এবং এখন তিনি একমাত্র ব্যাটার যিনি এই প্রতিযোগিতায় ৬০০০ রান ছুঁতে পেরেছেন। এ তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটারের এই রানে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় ৫২-এরও বেশি।

শুধু ডাব্লিউটিসিতেই নয়, চলমান ভারত সিরিজে রুট গড়েছেন আরও কিছু ব্যক্তিগত মাইলফলক। ম্যানচেস্টার টেস্টে তিনি রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন। একই সঙ্গে কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়ে তিনি উঠে এসেছেন সর্বকালের চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটারদের কাতারে।

রুট শুধু ব্যাট হাতে নয়, মাঠের ফিল্ডিংয়েও অনন্য। এই সিরিজেই তিনি হয়ে গেছেন টেস্ট ক্রিকেটে আউটফিল্ড খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ সংখ্যক ক্যাচ নেওয়ার রেকর্ডধারী।

এখন পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য সিরিজ নিশ্চিত করার সুযোগ এই টেস্ট। কঠিন লক্ষ্য তাড়ায় নেমেছে স্বাগতিকরা, আর সেই মিশনে জো রুটই তাদের সবচেয়ে বড় ভরসা। তার বর্তমান ফর্ম, ধারাবাহিকতা আর দায়িত্ববোধ বলছে, রুটের ব্যাটেই হয়তো লেখা হতে চলেছে আরও একটি ইতিহাস।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

2h ago