তিনি বলেন, গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের পথ ধরে এই ঘোষণাপত্র এসেছে। সেটার বৈধতা আমরা সাংবিধানিক ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেব।
পরে আখতার হোসেন হুদাকে জাবেদ রাসিনের সঙ্গে কোলাকুলি করিয়ে দেন।
তিনি বলেন, একটি দল বিভ্রান্তিমূলক রাজনীতি করে এবার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
‘সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে—এমনটা হলে ঐকমত্য কীভাবে হবে’, প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
‘নির্বাহী বিভাগ, বিচার বিভাগকে তার কাজ করতে দিতে হবে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই, কোনো ব্যক্তি যত বড় অপরাধীই হোন না কেন, তার আইনি ও সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার যেন অক্ষুন্ন থাকে, তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুন্ন না হয়।
তিনি আরও বলেন, ৭০ অনুচ্ছেদে সংশোধনীর বিষয়েও সবাই একমত হয়েছে।
তিনি আরও বলেন, এই সরকারের র্যাটিফিকেশন লাগবে পরবর্তী সংসদে।
সকাল ১১টা ২০ মিনিটের দিকে ট্রাইব্যুনালে পৌঁছান তিনি।
অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন, নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না।
তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।
‘আজকে কেন বাসে নারী ধর্ষণ হচ্ছে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকার কী করছে?’
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।