সরকার সতর্ক থাকলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বদনাম নিতে হতো না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গতকাল বাংলাদেশে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়।

তিনি আরও বলেন, 'সরকার আগে থেকে সতর্কতা অবলম্বন করলে এই বদনামটা আমাদের নিতে হতো না।'

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যেন আর কোনো গণহত্যা না হয়, আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। গতকাল সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে।'

তিনি বলেন, 'ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আজ ছাত্রদল সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি করেছে তার সফলতা কামনা করি।'

বিএনপির এই নেতা বলেন, 'ফ্যাসিবাদী আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সব রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায়, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।'

'তারা দেশের জনসাধারণের বিরুদ্ধে আড়িপাতা যন্ত্রের মাধ্যমে নির্যাতনের সূচনা করেছিল, সেই যন্ত্র পেগাসাসওয়ার ইসরায়েল থেকে তারা কিনেছিল। এই হাসিনা যেখানেই হাসিনা আশ্রয় নিক না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন ইসলামবিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে যাবে,' বলেন তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, 'ইসরায়েলের সব পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই।'

আমি বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই। আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার প্রতিবাদে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে বৃহৎ কর্মসূচির ঘোষণা করব,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'যতদিন পর্যন্ত প্যালেস্টাইন মুক্ত না হবে, যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ ও সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাব, আমাদের প্রতিবাদ ও নিন্দা আমাদের জানাতেই হবে।'

 

Comments

The Daily Star  | English
forex crisis

Forex reserves cross $21 billion again

The amount was over $21 billion for the last time in July 2024

46m ago