শিশু নির্যাতনের উদ্বেগজনক হার রুদ্ধ না করলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে: সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি সংগৃহীত

বর্তমানে নারী-শিশুর প্রতি সহিংসতা ও নিপীড়ন যে পরিমাণে বাড়ছে, তা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। শিশু নির্যাতনের উদ্বেগজনক এই হার এখনই যদি রুদ্ধ না করি, তাহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার, সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সংস্থাকে অনুরোধ জানাই, আপনারা পদক্ষেপ নিন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে আজ শনিবার দুপুর দুইটার দিকে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকার সম্মানে 'অদম্য নারী, শক্তিতে অজয়' শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, 'আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, কেন দেশে নারী ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আমলে নারীরা ধর্ষণ, নিপীড়নের শিকার হয়েছেন। কারণ তখন বিচারহীনতার সংস্কৃতি ছিল। কিন্তু আজকে কেন বাসে নারী ধর্ষণ হচ্ছে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকার কী করছে? সরকারকে তো নরম হলে চলবে না।'

ছাত্রদলেও নারীর অংশগ্রহণ কমে আসছে বলে মন্তব্য করে সেলিমা রহমান বলেন, 'এখন কয়েকজন এমপি আছেন যারা আগে ছাত্রদল করতেন। ছাত্রদলে নেত্রীরা নেই কেন? এই প্রশ্ন অনেক কঠিন। নারী রাজনীতিতে নেই। আমাদের সময়ে ছাত্রীরা কিছু সংখ্যক ছিল। কিন্তু নারী নেত্রী এখন আর দেখা যায় না। ছাত্রী নেতৃত্ব আমাদের বাড়াতে হবে। নারীদের মূল্যায়ন করতে হবে।'

Comments

The Daily Star  | English

Some banks hit by capital squeeze

State-owned, Islamic Shariah-based, and specialised banks have seen deeper deterioration in their financial positions, whereas private commercial banks and foreign banks remain on firmer ground.

10h ago