আইফোন ১৪ সিরিজের ঘোষণা দিলো অ্যাপল

ছবি: সংগৃহীত

আইফোন ১৩-এর সঙ্গে নকশার বেশ অনেকটা সাদৃশ্য রেখে আইফোন ১৪ সিরিজের ঘোষণা দিয়েছে অ্যাপল।

আইফোন ১৪-এর স্ক্রিন থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি, আর ১৪ প্লাসের স্ক্রিন ৬ দশমিক ৭ ইঞ্চি। ১৪ প্লাস মডেলের ব্যাটারি লাইফ যে কোনো আইফোনের তুলনায় দীর্ঘ বলে জানা গেছে। ২টি মডেলেই এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

আইফোন ১৪ মডেলের ক্যামেরাতে থাকছে নতুনত্ব। দুটি মডেলেই থাকছে ১২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি আইফোন ১৪ তে ১২ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা থাকলেও আইফোন ১৪ প্লাসে থাকছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ ফাস্টার অ্যাপারচার। নতুন আইফোনে আরও ভালো ক্যামেরা পারফরম্যান্সের জন্য বড় সেন্সর এবং আরও উন্নত লেন্স থাকছে।

নতুন আইফোনে ভিডিও স্ট্যাবিলাইজেশন, ই-সিম সাপোর্ট এবং ক্র্যাশ ডিটেকশনের সুবিধাও থাকছে।

এর সঙ্গে প্রথমবারের মতো অটোফোকাসসহ একটি নতুন এফ ১.৯, ১২ মেগাপিক্সেল ট্রু-ডেপথ ক্যামেরা যুক্ত হচ্ছে। নতুন আইফোনে কম আলোতেও ভালো ছবি উঠানোর সুবিধা থাকছে।

আইফোন ১৪ এর দাম ৭৯৯ মার্কিন ডলার, আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার, আইফোন ১৪ প্রো-এর দাম ৯৯৯ ডলার ও আইফোন ১৪ প্রো-ম্যাক্সের দাম ১ হাজার ৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে।

৯ সেপ্টেম্বর থেকে নতুন আইফোনের প্রি-অর্ডার নেবে অ্যাপল। আইফোন ১৪ কিনতে পাওয়া যাবে ১৪ সেপ্টেম্বর থেকে এবং ১৪ প্রো কেনা যাবে ৭ অক্টোবর থেকে।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

56m ago