টেসলার ৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক প্রতিষ্ঠানটির ২ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন, যার মোট মূল্য ৩ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবি: রয়টার্স
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবি: রয়টার্স

বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক প্রতিষ্ঠানটির ২ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন, যার মোট মূল্য ৩ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।

গতকাল বুধবার মার্কিন সিকিউরিটিজ এ জমা দেওয়া নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

৪৪ বিলিয়ন ডলার ব্যয় করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর দ্বিতীয় বারের মতো টেসলার শেয়ার বিক্রি করলেন মাস্ক। গত ১ বছরে তিনি টেসলার প্রায় ৪০ বিলিয়ন ডলার মূল্যমানের শেয়ার বিক্রি করেছেন। 

এই শেয়ার বিক্রির পর মাস্কের কাছে বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ১৩ দশমিক ৪ শতাংশ মালিকানা অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান রিফাইনিটিভ ডাটা।

টুইটার কেনার পর থেকেই বিনিয়োগকারীরা আশংকায় আছেন, ইলন মাস্ক হয়তো টেসলার প্রবৃদ্ধির দিকে অতটা মনোযোগ দিতে পারবেন না। ফলে ২০২২ সালে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ৬০ শতাংশের চেয়ে বেশি কমে গেছে এবং এটি এ বছর বড় গাড়ি নির্মাতা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল এনে দেওয়া শেয়ারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

টেসলার মডেল এস গাড়ি নিয়ে বক্তব্য দিচ্ছেন ইলন মাস্ক। ফাইল ছবি: রয়টার্স
টেসলার মডেল এস গাড়ি নিয়ে বক্তব্য দিচ্ছেন ইলন মাস্ক। ফাইল ছবি: রয়টার্স

গতকাল রাতে টেসলার শেয়ার গত ২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

মার্কিন সিকিউরিটিজে জমা দেওয়া নথি অনুযায়ী, গত সোমবার থেকে বুধবারের মাঝে মাস্ক টেসলার শেয়ারগুলো বিক্রি করেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য টেসলার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১ মাস আগে, টুইটারের চুক্তি চূড়ান্ত করার কয়েক দিন পর মাস্ক টেসলার ৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছিলেন।

 

Comments