চীনমুখী উৎপাদনব্যবস্থা কমাতে চায় অ্যাপল

চীনমুখী উৎপাদনব্যবস্থা কমাতে চায় অ্যাপল
চীনে অ্যাপলের একটি ফ্যাক্টরি। ছবি: রয়টার্স

চীনে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন ঘোষণা দিয়েছে; তারা ভিয়েতনামে নতুন কারখানা তৈরিতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ইতোমধ্যে দেশটিতে ফক্সকনের কার্যক্রম আছে। কিন্তু এখন সেটি আরও উল্লেখযোগ্যভাবে বাড়াতে এমন বড় বিনিয়োগে যাচ্ছে কোম্পানিটি।

ফক্সকন এমন এক সময়ে বিনিয়োগের ঘোষণা দিলো, যখন অ্যাপল পণ্য উৎপাদনের কিছু অংশ চীন থেকে সরিয়ে নিতে চাইছে। 

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সাইগনের ঠিক পাশেই প্রায় ১১১ একর জায়গার ওপর এই কারখানাটি নির্মিত হবে এবং ৬২ দশমিক ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ফক্সকন ৩৫ বছরের জন্য এই জায়গা রবাদ্দ নিয়েছে। এই কারখানায় সম্ভবত অ্যাপলের ম্যাকবুক তৈরি হবে। যদি তা হয়, তাহলে ভিয়েতনামে প্রথমবারের মতো ম্যাকবুক উৎপাদিত হবে। দেশটিতে এখন এয়ারপড, অ্যাপল ওয়াচ এবং আইপ্যাড তৈরি হচ্ছে। 

ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের শেষদিকে অ্যাপল তাদের সরবরাহকারীদেরকে উৎপাদনব্যবস্থা চীন থেকে সরিয়ে ভারত ও ভিয়েতনামের মতো দ্রুত বর্ধনশীল বাজারের দিকে নিয়ে যেতে বলেছে। কারণ হিসেবে অ্যাপল সরবরাহ ব্যবস্থার স্থবিরতা, ফক্সকনের কারখানায় দাঙ্গা এবং চীনের কঠোর কোভিড নীতিমালার কথা উল্লেখ করেছে। 

এই মাসের শুরুর দিকে অ্যাপল জানায়, তারা গত অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এবং গত কোয়ার্টারে তাদের আয় ছিল গত ৫ বছরের মধ্যে সর্বনিন্ম। ২০১৯ সালের পর গত বছরই অ্যাপল প্রথমবারের মতো আগের বছরের তুলনায় কম আয় করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এজন্য স্বাভাবিক আর্থিক পরিবেশের করার পাশাপাশি চীনে আইফোন ১৪ এর উৎপাদনব্যাবস্থার কিছু সমস্যাকেও দায়ী করেন। 

অ্যাপল বিষয়ক কয়েকটি তথ্য

  • অ্যাপলের মোট মূল্য: ২.৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান টেক প্রতিষ্ঠান। 
  • সিইও টিম কুকের মোট সম্পদ: ১.৮ বিলিয়ন মার্কিন ডলার।
  • আইফোন ১৪ এর সর্বনিন্ম মূল্য: ৭৯৯ মার্কিন ডলার।
  • চীনে ফক্সকনের কারখানায় (যেখানে আইফোন সংযোজন করা হয়) একজন চীনা কর্মীর সর্বোচ্চ মাসিক বেতন: ৪৩০ মার্কিন ডলার।  

 

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

36m ago