আইফোন গরম হওয়ার সমস্যা সমাধানে সফটওয়্যার আপডেট আসতে পারে এ সপ্তাহেই

আইফোন ১৫, আইফোন ১৫ প্রো ও আইফণ ১৫ প্রো ম্যাক্স। ছবি: সংগৃহীত
আইফোন ১৫, আইফোন ১৫ প্রো ও আইফণ ১৫ প্রো ম্যাক্স। ছবি: সংগৃহীত

সম্প্রতি অ্যাপল স্বীকার করেছে, আইফোন ১৫ সিরিজের ফোনগুলো মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং এর জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭ দায়ী। জানা গেছে, খুব শিগগির আসছে এ সমস্যার সমাধান। 

প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট ম্যাকরিউমারস জানিয়েছে, বেশ শিগগিরই এই আপডেট আনতে যাচ্ছে অ্যাপল। এ সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে এটি।

অ্যাপলের পণ্য বা সেবা নিয়ে পূর্বাভাষ ও গোপন খবর আগেভাগে জানানোর জন্য ম্যাকরিউমারস এর খ্যাতি রয়েছে। ওয়েবসাইটটি নিশ্চিত করেছে, ১৭.০.৩ ভার্সনের বেটা টেস্টিং চলছে।

এই আপডেটটি মূলত আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবে।

আইফোন ১৫ সিরিজ বাজারে আসার পর থেকেই ব্যবহারকারীরা ফোনগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ জানাতে শুরু করেন। চিহ্নিত হয় পাঁচ মূল সমস্যা।

তবে নতুন আইফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে—এই অভিযোগটিই ছিল সবচেয়ে বড়। সবচেয়ে বেশি ব্যবহারকারী এ সমস্যায় ভুগেছেন।

আইওএস ১৭.০.৩ কখন সবার জন্য উন্মুক্ত করা হবে, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি অ্যাপল।

তবে ম্যাকরিউমারস পূর্বাভাষ দিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে আইফোন ব্যবহারকারীরা এই আপডেট পেতে পারেন।

ঠিক কী সমস্যার কারণে নতুন আইফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে, তা নির্দিষ্ট করে জানায়নি অ্যাপল। তবে নতুন সফটওয়্যার আপডেট এ ১৭ প্রো চিপের কার্যকারিতা কোনো দিক দিয়েই কমাবে না।

অনেক ব্যবহারকারী দাবি করেছেন, আইফোন ১৫ প্রো'র টাইটানিয়াম বডির কারণে ফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে। কেউ বলছেন, আগের মডেলের তুলনায় এর তাপ ধারণ ক্ষমতা কমে গেছে।

তবে অ্যাপল এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যাপলের দাবি, ফোন অতিরিক্ত গরম হওয়ার পেছনে কোনো হার্ডওয়্যারের সমস্যা নেই। যার ফলে সফটওয়্যার আপডেটেই হবে এ সমস্যার সমাধান।

আইফোন অতিরিক্ত গরম হয়ে গেলে চার্জ করা যায় না। স্বাভাবিক তাপমাত্রা ফিরে এলে আবারও চার্জ শুরু হয়। ছবি: সংগৃহীত
আইফোন অতিরিক্ত গরম হয়ে গেলে চার্জ করা যায় না। স্বাভাবিক তাপমাত্রা ফিরে এলে আবারও চার্জ শুরু হয়। ছবি: সংগৃহীত

আইওএসের পরবর্তী বড় আপডেট হচ্ছে ১৭.১। এটি অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরে আসতে পারে।

এই ভার্সনে ১৭.০.৩ এর সমাধানের পাশাপাশি আরও উন্নত ফিচার ও নিচ্ছিদ্র সমাধান অন্তর্ভুক্ত করা হতে পারে।

বর্তমানে এই ভার্সনের বেটা টেস্টিং চলছে। অক্টোবরের শেষদিকে এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

এর আগে অ্যাপল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইনস্টাগ্রাম, উবার, অ্যাসফল্ট ৯: লিজেন্ডস এর মতো অ্যাপগুলো এ১৭ প্রো চিপের উপর বাড়তি চাপ তৈরি করছে। এটাও আইফোন দ্রুত গরম হয়ে যাওয়ার কারণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এসব তৃতীয় পক্ষের অ্যাপ নির্মাতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। ইনস্টাগ্রাম ইতোমধ্যেই তাদের অ্যাপের নতুন আপডেট ছেড়েছে। উবারও নতুন আপডেট নিয়ে কাজ করছে। তবে নতুন আপডেটে আইফোন গরম হয়ে যাওয়ার সমস্যাটি সমাধান করা হয়েছে কিনা, তা জানা যায়নি।

আইফোন ১৫ সিরিজের সব ব্যবহারকারীরাই এই সমস্যার মুখে পড়ছেন না। কতজন ব্যবহারকারী এই সমস্যায় পড়েছেন, সেটাও সঠিকভাবে জানা যায়নি। তবে অ্যাপল আশ্বাস দিয়েছে, সফটওয়্যার আপডেটের মাধ্যমেই ফোন গরম হওয়ার বিব্রতকর ও বিরক্তিকর সমস্যা থেকে তারা দ্রুত মুক্তি পাবেন।

সূত্র: ম্যাকরিউমার্স

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago