টিকটকের নতুন ফিচার: এআই দেবে ছবির বর্ণনা

টিকটকের বিকল্প টেক্সট। ছবি: টিকটক
টিকটকের বিকল্প টেক্সট। ছবি: টিকটক

দৃষ্টিপ্রতিবন্ধী ও কম দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এই ফিচারের মাধ্যমে টিকটকে থাকা কোনো ছবির বর্ণনা স্বয়ংক্রিয়ভাবে শোনা যাবে। 

গত এপ্রিলে 'অল্টারনেট টেক্সট' নামে একটি ফিচার চালু করে টিকটক, যার মাধ্যমে ছবির বর্ণনা লিখিত আকারে দেখতে পান ব্যবহারকারীরা। চোখে কম দেখতে পারা ব্যক্তিদের জন্য চালু করা এই ফিচারের ধারাবাহিকতায় নতুন ফিচারটি পরীক্ষা করছে চীনা এই কোম্পানি।

গত ১৪ মে টিকটকের এক ব্লগ পোস্টে প্রথম এ খবর জানানো হয়। সেখানে বলা হয়, 'সম্প্রতি ছবি পোস্ট করার সময় বা পোস্ট করার পরেও তাতে অল্টারনেট টেক্সট যুক্ত করার সুবিধা আনা হয়েছে। এর ওপর ভিত্তি করে নতুন একটি এআই-চালিত ফিচার পরীক্ষা করা হচ্ছে, যা ছবির বর্ণনা লিখবে ও স্ক্রিন রিডারের মাধ্যমে তা পড়ে শোনাবে। এই ফিচারগুলো দৃষ্টিপ্রতিবন্ধী, কম দৃষ্টিসম্পন্ন ব্যক্তি বা যারা ভিন্নভাবে কনটেন্ট দেখেন, তাদের কাছে টিকটকের উপযোগিতা বাড়াবে।'

টিকটক জানিয়েছে, স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া বর্ণনা সব সময় নির্ভুল নাও হতে পারে। তাই ব্যবহারকারীরা কনটেন্ট আপলোডের সময় বা পরে নিজেদের মতো করে বর্ণনা লিখতে পারবেন। আবার এআই-র তৈরি টেক্সটগুলোও পরিমার্জন করতে পারবেন।

কম দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য টিকটক আরও কিছু ফিচার চালু করতে যাচ্ছে। এর মধ্যে আছে কনট্রাস্ট টগল, যা অ্যাপে থাকা যেকোনো টেক্সট, আইকন এবং ইউজার ইন্টারফেসের উপাদানগুলো আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করবে। একইভাবে, যেসব ব্যবহারকারীর ডিভাইসে বোল্ড টেক্সট অপশন চালু থাকবে, টিকটক তাদের সব টেক্সট স্বয়ংক্রিয়ভাবে বোল্ড আকারে প্রদর্শন করবে।

ইংরেজি থেকে অনুবাদ করেছেন আবু সালেক আল মাসরুফ

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago